গোপনে শুভ কাজটা সেরেই ফেললেন। ঘুণাক্ষরেও কেউ টের পেল না। বর্ষ শুরুর প্রথমে নতুন চমক দিতে হয়ত এই পরিকল্পনা।

গোপনে বিয়েটা সেরেই ফেললেন অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা।

টলিপাড়া থেকে নেটমহল প্রত্যেককেই নতুন বছরে একেবারে সারপ্রাইজ গিফট দিয়েছে এই জুটি।

ঐন্দ্রিলা শুভ নববর্ষ জানাতে ভক্তগণদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেছেন।
আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর কপালে রয়েছে একেবারে লাল টকটকে সিঁদুর।

ভিডিওতে তাঁদের দু’জনকেই বেশ প্রাণোচ্ছল লাগছে।

সূত্রের খবর, ঐন্দ্রিলার নতুন ছবির সাজঘরের লুক প্রকাশ্যে এসেছে।

যেখানে তিনি ছবির চরিত্রের জন্য সাবেক সাজে এবং সিঁদুর পরিহিত অবস্থায় ছিলেন।

তাই, চরিত্রের স্বার্থে সিঁদুর পরে থাকা খুবই স্বাভাবিক।

কিন্তু ঐন্দ্রিলার সিঁদুর পরিহিত এই ভিডিও এখন সবথেকে চর্চিত বিষয় হয়ে উঠেছে।

এটা আদৌ রিল নাকি রিয়েল সেই নিয়েই উঠেছে অনেক প্রশ্ন।

বহুদিন ধরে তাঁরা একসঙ্গে লিভ- ইনে রয়েছেন।

তবে এই জুটি বিয়ে নিয়ে বেশ খানিকটা সময় পিছিয়ে চলেছেন।

এখন তাঁরা বিবাহিত জীবনে নিজেরা প্রবেশ কবে করবে। সেই সিদ্ধান্ত তাঁরা কবে নেবে এখন এটাই দেখার বিষয়।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।