Home বিনোদন সোশ্যাল মিডিয়ায় কোন অপূর্ণ ইচ্ছার কথা জানালেন অঙ্কুশ? ‘মির্জা’ নিয়ে কী বললেন...

সোশ্যাল মিডিয়ায় কোন অপূর্ণ ইচ্ছার কথা জানালেন অঙ্কুশ? ‘মির্জা’ নিয়ে কী বললেন অভিনেতা?

টলিউডের অন্যতম সুপারস্টার অঙ্কুশ হাজরা। কিছুদিন আগেই নিজের প্রযোজনায় মির্জা সিনেমার ধুমধাম করে ঘোষণা করেছিলেন। এমনকি তার প্রথম ঝলক দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল।

টলিউডের অন্যতম সুপারস্টার অঙ্কুশ হাজরা। কিছুদিন আগেই নিজের প্রযোজনায় মির্জা সিনেমার ধুমধাম করে ঘোষণা করেছিলেন। এমনকি তার প্রথম ঝলক দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল।

কিন্তু আচমকাই এক বিরাট বড় মন্তব্য করে বসলেন অঙ্কুশ। নিজের আরেক ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি। কিছুদিন আগে অঙ্কুশ ও ঐন্দ্রিলা গ্রীসে বেড়াতে গেছিলেন। সেখানে ঠান্ডা জলে অঙ্কুশ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন। চূড়ান্ত ঠান্ডায় তখন তাঁর মন এবং মস্তিষ্ক একটাই কথা বলছে, এই জলে পড়লে শেষ। তাও হাত বাড়িয়ে তুলে নিলেন এক টুকরো স্বচ্ছ বরফ। তারপর তাঁকে এটা বলতে শোনা গেল তিনি না কি এটিকে বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করবেন।

পড়ুন: ‘বাওয়াল’ ছবিতে কী ধুন্ধুমার কান্ড ঘটাবে বরুণ ও জাহ্নবী? কোথায় দেখবেন এই ছবি?

ভিডিওটিতে বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু, তাঁর যে জীবনের এক অভিনব ইচ্ছে ছিল সেটা আজ পর্যন্ত কারোর জানার কথা নয়।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখলেন, ‘আমার সবসময় বিজ্ঞানী হওয়ার খুব ইচ্ছে ছিল। সবাই সাপোর্ট করলেও আমার মার্কশিট আমায় সাহায্য করেনি। এটা আমার ক্ষতি না, দুনিয়ার ক্ষতি, যাই হোক।‘

প্রসঙ্গত কয়েক মাস আগে নিজের নতুন যাত্রার কথা ঘোষণা করেন অঙ্কুশ। তিনি প্রযোজনায় নামছেন আর তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘অঙ্কুশ মোশন পিকচার্স’। তবে তিনি একা নন ‘নেক্সটজেন ভেঞ্চারস’-এর সঙ্গে হাত মিলিয়ে প্রথম ছবি প্রযোজনা করার কথা ছিল। সেই অনুযায়ী প্রথম ছবি ‘মির্জা’র ঘোষণা এবং মহরত, দুই-ই করেছিলেন। কিন্তু আর একসঙ্গে কাজ করতে চান না।

প্রসঙ্গত শনিবার সকালে নায়ক লেখেন, ‘নেক্সটজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে কোনও ভাবে একত্রিত হবে না। মির্জার কাজ আপাতত স্থগিত থাকবে।‘

এই প্রসঙ্গে  সংবাদ মাধ্যমকে অঙ্কুশ বলেন, ‘মির্জা হবে। এই কাজ বন্ধ হবে না। কিন্তু নেক্সট জেন ভেঞ্চার্সের সঙ্গে কখনও কোনও কাজ করব না। ওর সঙ্গে আমার আর কোনও রকম যোগাযোগ থাকবে না।‘

অভিনেতা আরও  জানান, ‘অনেক বিষয়েই মতের মিল হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেই নতুন করে ‘অঙ্কুশ মোশন পিকচার্স’-এর মাধ্যমে কাজ শুরু করেছি। আগামী দিনে বেশ কিছু নতুন প্রোজেক্ট রয়েছে।‘

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version