টলিউডের হার্টথ্রব অঙ্কুশ হাজরা কড়া পদক্ষেপ নিতে চলেছেন। কীভাবে উপযুক্ত শাস্তি দিতে হয় তিনি বুঝিয়ে দেবেন। কিন্তু হঠাৎ অঙ্কুশের এই ধরনের আচরণের কারণ কী?
গত বছর আলাদা হয়ে গেছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। একটি বিবৃতি জারি করে অঙ্কুশ জানিয়ে দিয়েছিলেন, যৌথ প্রযোজনায় আর কাজ হবে না। ‘মির্জা’র প্রযোজনা করবেন তিনি নিজেই।
গতবছরই অঙ্কুশ হাজরা মোশন পিকচারস খুলে ১৫ আগস্ট ‘মির্জা’র ঘোষণা করেছিলেন। সেই ছবির সহ প্রযোজক ছিলেন রক্তিম চট্টোপাধ্যায়। এইবার তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য অঙ্কুশের। নাম না করেই সহ প্রযোজকের বিরুদ্ধে হুঁশিয়ারি দাগলেন অঙ্কুশ।
পড়ুন: ৩২ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন, ছবিতে কী ভূমিকায় দেখা যাবে রজনীকান্তকে?
অভিনেতা বলেছেন, ‘আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও। আমি এবং আমার প্রযোজনা সংস্থা যে মানুষটির সঙ্গে যুক্ত হয়েছিল, সহ প্রযোজক হিসেবে তার ব্যাকগ্রাউন্ড তার মানসিকতা, তার উদ্দেশ্য সঠিকভাবে না জেনেই তাকে সেই জায়গা দিয়ে ফেলেছিলাম যার সে বিন্দুমাত্র যোগ্যতা রাখে না।‘
এরপরই টলিউড অভিনেতা অঙ্কুশের সংযোজন, ‘আজ সেই কারণে অনেক নতুন ছেলেমেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে। পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি। আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারোর নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আর কারোর স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে আমি কড়া পদক্ষেপ নেব, তার বিরুদ্ধে।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন