বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে দেব অভিনীত প্রজাপতি। কলকাতা ছাড়াও এই ছবিটি বাংলবাংলাদেশেও মুক্তি পাবে বলেই খবর।

এর মধ্যেই আবার দর্শকদের নতুন ছবি উপহার দেওয়ার ক্থা দেব নিজেই ঘোষণা করলেন।

বছরের প্রথম দিনে তিনি জানালেন আগামী ছবিতে তিনি পরিচালক অভিজিৎ সেনের সঙ্গেই জুটি বাঁধছেন।
দেব সোশ্যাল মিডিয়ায় জানালেন, “আমরা আবার নিজেদের ড্রিম প্রজেক্ট নিয়ে ফিরছি। ২৩ এর ডিসেম্বরে’’।

যদিও ছবির নাম এবং অন্যান্য কারা রয়েছেন এই ছবিতে সেই প্রসঙ্গে এখনই কিছুই জানান নি।

অভিনেতা বললেন, “খুব তাড়তাড়ি সব কিছুই জানিয়ে দেওয়া হবে। অপেক্ষা করুন”।

তার মানে আবারও তাক লাগানো চমক রয়েছে দেবের আগামী ছবিতে।

সেই সঙ্গে এই নতুন ছবি বক্স অফিসেও যে সাফল্যের শীর্ষে থাকবে তা বলাবাহুল্য।

পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে এই নিয়ে তিন নম্বর ছবিতে কাজ করছেন দেব।

তবে ছবির বিষয় কী, সেই বিষয়ে এখনও কিছু বিস্তারিত জানা যায়নি।

এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অনুরাগীদের।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

