কে বলবে তিনি অবাঙালি। সেই ছাপ যেন তাঁর মধ্যে এতটুকু পাওয়া যায় না। একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন দর্শকদের।
টলিউডের সুপারস্টার জিৎ মাদনানি ‘সাথী’ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। তবে তাঁর অভিনয় জীবনের শুরুটা অতটাও সহজ ছিল না। অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে তিনি বর্তমানে এই জায়গায় পৌছেঁছেন।
ঋতুপর্ণ ঘোষের শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’-তে জিৎ বলেছিলেন, ‘’যখন ২০০২ সালে নায়ক হিসেবে ‘সাথী’ সিনেমাতে তিনি কাজ শুরু করবেন ছবির নির্মাতারা বলেছিলেন, জিতের বদলে তাঁরা অন্য কাউকে দিয়ে ছবির ডাবিং করাতে চান। যেহেতু আমার বাংলা উচ্চারণ অতটা স্পষ্ট ছিল না। কিন্তু বাংলা উচ্চারণের বিষয়ে আমি নিজেই জোর দিয়েই শিখতে চেয়েছিলাম। কিছুটা সময়ও চেয়ে নিয়েছিলাম ওদের থেকে। এরপর বাংলা বলা, উচ্চারণের উপর কাজ করি। বাংলা শেখার এবং উচ্চারণ আরও স্পষ্ট করার জন্য একাধিক বাংলা গল্পের বই পড়তাম। শুধু তাই নয়, জোরে জোরে বাংলা বই পড়তাম। খবর পড়তাম যাতে উচ্চারণ ঠিক হয়। এরপরে একদিন আমার জেঠু আমাকে প্রশ্ন করেন, বাংলা খবর কে পড়ছে? সেই সময় আমি বুঝি যে আমি সফল হচ্ছি।”
কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তাঁর এই অদম্য জেদ, শেখার ও জানার আগ্রহ তাঁর কেরিয়ারে সফলতা এনে দিয়েছে। একধারে যেমন ছবির নায়ক সেইসঙ্গে তিনি এখন টলিউডের একজন বড় মাপের ফিল্ম প্রোডিউসার। এছাড়াও নিজেকে সঞ্চালনার ভূমিকাতে নিজেকে দক্ষ করে তুলেছেন।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।