ফের সুখবর টলিপাড়ায়। দ্বিতীয়বারের বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ। স্ত্রী মোহনা মাদনানির বেবি বাম্পের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন জিৎ নিজেই।
বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।‘
পড়ুন: ফের বড়দিনে সুপারস্টার প্রভাস ও শাহরুখের হাড্ডাহাড্ডি লড়াই, কী বক্তব্য নেটবাসীর?
২০১১ সালে ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। তার একমাত্র মেয়ের নাম রাখেন নবান্না। দ্বিতীয়বার বাবা হওয়ার ঘোষণা করার সময় প্রকাশিত বিশেষ ফটোশুটে জিৎ ও তার স্ত্রীর সঙ্গে মেয়ে নবান্নাকেও দেখা গেছে।
বর্তমানে মেয়েকে নিয়ে সুখের সংসার জিৎ ও মোহনার। সংসারের পাশাপাশি কাজও চলছে চুটিয়ে। মুক্তির অপেক্ষায় আছে জিতের নতুন সিনেমা মানুষ। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির নায়িকা বিদ্যা সিনহা মিম।
২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’। জিৎ ও মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জীতু কমল, সৌরভ চক্রবর্তীরা।
এইদিকে আবার, ডিসেম্বরে আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। তার আগে সাত মাসের সাধ হল শুভশ্রীর। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সকল ছবি। ঘরোয়া বাবেই সাধের অনুষ্ঠান হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন