বাংলা সিনেমার নতুন যুগের পথিকৃৎ তিনি। দেব, জিৎ, সোহম থেকে অঙ্কুশ তাঁকে গুরুদেব বলেই মানেন। তিনি হলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ-এর একমাত্র আদরের ছেলে তৃষানজিৎ এইবার বাবার পথ অনুসরণ করতে চলেছেন।
তৃষানজিৎ এখন বেশ বড় হয়ে গেছে। তিনি ইউরোপে পড়াশুনা করতে গেছে। ছোট থেকেই তিনি ক্রিকেট খেলতে মারাত্মক ভালোবাসেন। সেইসঙ্গে ফুটবল খেলাও তাঁর বেশ প্রিয়। তৃষানজিৎ-এর সবথেকে প্রিয় খেলোয়াড় মেসি ও রোনাল্ডো।
Firsts are always special… Best wishes for your first stage play Trishanjit and to the entire team of #LordOfTheFlies. pic.twitter.com/lADBfnhMi0
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) March 31, 2023
সম্প্রতি প্রসেনজিৎ একটি টুইট করেছেন। যেখানে দেখা গিয়েছে, একটি নাটকের পোস্টার। এই পোস্টারে রয়েছে প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎ। নাটকের নাম ‘লর্ড অফ দ্য ফাইলস’। বিদেশের মঞ্চে ছেলের প্রথম পারফরম্য়ান্স নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
বাংলা ছবির দুনিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই যেন ইন্ডাস্ট্রি। এমনটাই মনে করেন তাবড় অভিনেতা অভিনেত্রী থেকে বাংলা ছবির দর্শকরা। তিনি পর্দায় থাকলে আর কিছু দরকার নেই। তাঁর একার কাঁধে দায়িত্ব নিয়েই দীর্ঘদিন বাংলা ছবিকে টেনে নিয়ে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ছবি- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন