ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। বাংলা সিরিয়ালের জগতে অন্যতম হার্টথ্রব হিরো হলেন শন। টেলিভিশনের পরপর তিনটি সুপারহিট বাংলা সিরিয়ালের নায়ক হয়েই পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। তাই দর্শকদের কারও কাছে তিনি ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালের সিরাজ তো কারও কাছে ‘এখানে আকাশ নীল’এর ডক্টর উজান চ্যাটার্জী আবার কারও কাছে ‘মনফাগুন’ সিরিয়ালের ঋষি সেন।
তবে আর ছোটো পর্দায় নয়, একেবারে বড়ো পর্দায় নায়কের চরিত্রে আবির্ভূত হতে চলেছেন তিনি। ধারাবাহিক দিয়ে শুরু করে একেবারে সিনেমায় চান্স, শনের জন্য এটা সত্যিই একটা বড়ো সুযোগ।
বেশকিছু দিন আগে এক সাক্ষাৎকারে ‘মন ফাগুন’ নায়ক অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই বছরের শেষেই সিরিয়ালে ফিরবেন কিন্তু এই মুহূর্তে তিনি তাঁর সিদ্ধান্ত পাল্টেছেন। শোনা যাচ্ছে, তিনি আর সিরিয়ালে ফিরতে চান না।
অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মুহূর্তে সিরিয়ালে ফিরতে চাই না। আমি অনেক দিন ধরে একটি কাজের সঙ্গে যুক্ত। একটা আর্কাইভাল শুট করছি। কাদের জন্য এই কাজটা করছি তা বলা যাবে না। আসলে সিরিয়ালে অভিনয় করা মানেই তো দীর্ঘ দিনের কমিটমেন্ট। আগে হাতের যে কাজগুলো আছে সেগুলো শেষ করতে চাই। তার পর ভেবে দেখব সিরিয়ালে ফিরব কি না।‘
‘মন ফাগুন’ ধারাবাহিকের পর সিনেমায় পা রেখেছেন শন। এইবার তিনি জুটি বাঁধতে চলছেন ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের টুয়া ওরফে অভিনেত্রী ঐশ্বর্যা সেনের সঙ্গে।
একটি ওয়েব সিরিজে এই নতুন জুটিকে দেখা যাবে। ঐশ্বর্যা ওয়েব সিরিজে আগে কাজ করলেও অভিনেতা শনের এই প্রথম । শোনা যাচ্ছে তাদের নতুন সিরিজ একটি থ্রিলার গল্প হতে চলেছে। আগামী মাসেই মুক্তি পাচ্ছে শন অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘হানিমুন’।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন