ফের আরও একবার হিন্দি ছবিতে দেখা যেতে চলেছে টলিউড অভিনেতা টোটা রায় চৌধুরীকে।
২০১৮ তেই প্রদীপ সরকারের পরিচালনায় ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে তাকে দেখা গিয়েছিল কাজলের বিপরীতে। ফের আবার নয়া অবতারে তাঁকে দেখা যাবে বলিউডে। তবে এই নতুন ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলেই খবর। তবে ঠিক কোন ভূমিকায় তাঁকে দেখা যাবে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
শুক্রবার একেবারে ভিন্ন লুকে নিজের ছবি পোস্ট করেছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। আর তাতেই দিয়েছেন চমক।
‘নবদিশা তাই নবকলেবর। আপনাদের আশীর্বাদ,শুভেচ্ছা ও ভালোবাসা একান্ত কাম্য’, ক্যাপশনে এই কথা লিখেই ছবিটি পোস্ট করেছেন টোটা।‘
ছবিতে অভিনেতার পরনে রয়েছে ছাই রঙের স্যুট ,কালো শার্ট ও চোখে চশমা। সবেচেয়ে বেশি নজর কেড়েছে টোটার কাঁচা-পাকা দাড়ি। তাতেই বাজিমাত করেছেন অভিনেতা। তবে এই লুকটি তাঁর বেশ খাসা হয়েছে, এমনই মত নেটিজেনদের।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।