টলিউডে সব থেকে জনপ্রিয় জুটি হল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁরা সব সময় লাইম লাইটে থাকেন। রবিবার বিমানবন্দরে সহপরিবারে খুশি মেজাজে দেখা গেল এই তারকা দম্পতিকে। কোথায় ঘুরতে গেছেন এই তারকা দম্পতি।
ছুটির মেজাজে হবু মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সপ্তাহের শুরুতেই ছোট্ট ইউভান আর স্বামী রাজকে সঙ্গী করে ইন্দোনেশিয়া সফরে গেলেন টলি নায়িকা। ইতিমধ্যেই সফরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন টলিপাড়ার এই তারকাদম্পতি।
রবিবার সন্ধের উড়ানে ইন্দোনেশিয়া গেছেন রাজ-শুভশ্রী। ক্যাজুয়াল লুকে দমদম এয়ারপোর্টে দেখা মিলেছে তাঁদের। শুভশ্রীর পরনে ছিল অফহোয়াইট রঙের ঢিলেঢালা পোশাক। রাজের পরনে ছিল সাদা টিশার্ট। এয়ারপোর্ট লাউঞ্জ থেকে দুজনে ইনস্টা স্টোরিতে ছবিও শেয়ার করেছিলেন।
পড়ুন: টলি সুপারস্টার দেব কী অভিনয় করবেন উত্তম কুমারের ভূমিকায়? কী জানালেন রামকমল?
সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। তারপর থেকেই শুভশ্রীর ফেসবুক, ইনস্টাগ্রামে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। তবে শুধু শুভেচ্ছা নয়, হবু মা কী করছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, সব দিকেই নজর রয়েছে সবার। এবার স্বামী-সন্তান নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গেলেন শুভশ্রী। অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখা গেল পুরোদস্তুর ছুটির মেজাজে।
বালি পৌঁছতে না পৌঁছতেই তিনজনের ছুটি উপভোগ করার দৃশ্য উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। রাজই কিন্তু এক বেশিরভাগটা সময় আগলে রাখছেন ইউভানকে। দেখা গেল দুজনেই ব্য স্ত সমুদ্রমুখী রেস্তোরাঁয় বেজে চলা সংগীতের সুরে পা আর কোমর দোলাতে। শুভশ্রীকে দেখা গিয়েছে লাল ও সাদা প্রিন্টেড ওয়ান পিসে। নিজের সেলফি তোলার পাশাপাশি স্বামী ও পুত্রকে নিয়েও ছবি তুলেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, জুনের শেষের দিকে শুভশ্রী ঘোষণা করেছিলেন তিনি মা হতে চলেছেন। রাজ-শুভশ্রীর পরিবারে দ্বিতীয় অতিথি আসতে চলেছে।
এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, ‘দ্বিতীয় সন্তান আসলে তাঁদের পরিবার সম্পূর্ণ হবে। ডিসেম্বরেই অভিনেত্রীর ডেলিভারি ডেট রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাই সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবিতে কাজ করতে পারবেন না শুভশ্রী।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন