আর বেশিদিনের অপেক্ষা নয়। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছে টলিউডের তারকা জুটি।
টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প প্রায় প্রত্যেকের জানা। তারা নিজেরাও কখনো লুকোছাপা করেন না। সরাসরি একে-অপরকে ভালোবাসা নিবেদন করেন, একান্ত মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ভক্তদের কাছেও।
১৭ তারিখ, কৌশানির জন্মদিন উপলক্ষ্যে আয়োজন ছিল দেখার মত। সেখানে উপস্থিত ছিলেন বনি নিজেও। এমনকি দুই পরিবারের অনেক সদস্যরাই সেখানে ছিলেন। দীর্ঘদিন প্রেম করেছেন, কিন্তু বিয়ে কবে করছেন? এই প্রশ্ন শুনলেই আকাশ পাতাল ভাবতে থাকেন দু’জনে। কিন্তু, পরিবার সূত্রে খবর, তাঁরা না কি আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন।
মেয়ের জন্মদিনের পার্টিতে বিয়ের প্রসঙ্গে গোপন তথ্য ফাঁস করলেন স্বয়ং কৌশানি মুখোপাধ্যায়ের বাবা। কৌশানির বাবার কথায়, ‘২০২৪ সালেই ওদের বিয়েটা হবে।
বেশ কিছুদিন আগে বনি জানিয়েছিলেন, ‘এত ছবি করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’ তা হলে তারিখটা কবে? বনির উত্তর, ‘খুব দেরি হয়তো করব না। ২০২৪-এর প্রথমেই আশা করছি, বিয়েটা করে ফেলব।’
যদিও এখনও তারিখ পাকা হয়নি। তবে টলিপাড়ায় যে আরও এক বিয়ের সানাই বাজতে চলেছে, তা এখন থেকেই আঁচ করা যাচ্ছে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন