টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। প্রায়ই থাকেন আলোচনায়। কিন্তু তাকে নিয়ে সমালোচনাটাই চলে বেশি। কখনও তার ছবি-ভিডিও নিয়ে আবার কখনও নানা কান্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন। এইবার তাকে নিয়ে উঠেছে নতুন বিতর্ক।
সম্প্রতি প্রকাশ্যে এল টলি নায়িকা মধুমিতা সরকারের ডায়েটের কথা। তবে, তিনি কী কী করে রোগা থাকেন তা নয়। বরং, প্রকাশ্যে এল তাঁর ডায়েট ভাঙার ছবি। সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুজোয় ডায়েট ভুলে আইসক্রিম খাচ্ছেন নায়িকা। পরনে লাল রঙের শাড়ি। তাতে আছে সোনালী জড়ির কাজ। খোলা চুল। মুখে হালকা মেকআপ। আর কানে ঝোলা দুল। হাতে আইসক্রিম নিয়ে ভিডিও শেয়ার করলেন নায়িকা।
তারপরই অভিনেত্রীর দিকে ধেয়ে এল কটাক্ষের বন্যা। কেউ লিখলেন, ১০ টাকার আইসক্রিম, তাও আবার এত কিছু। আবার কেউ লিখলেন, এইভাবে আবার কেউ আইসক্রিম খায় না কি। এইভাবে নিজের আইসক্রিম খাওয়ার কথা জানাতে গিয়ে শেষে কটাক্ষের শিকার হলেন মধুমিতা সরকার।
কিছুদিন আগে মধুমিতা গেছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। এরপর সেখানকার বেশকিছু ছবি তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন মধুমিতা। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে।
বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। আর এই ছবি দেখার পরেই ভক্তদের একাংশ উপচে পড়েন নায়িকার দিকে। সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বীভৎস। অন্যজন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না। আবার কেউ লিখেছেন, মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গেছে। অনেকেই আবার মেকআপ সুন্দরী বলে আখ্যা দিয়েছেন। তবে এইসব নেতিবাচক মন্তব্যের কোনও উত্তর দেননি মধুমিতা। কোনও দিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us