হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত তিনি। ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন নেটাগরিকদের।
মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ। দেশি গার্লের এহেন অবতারে ঘুম উড়েছে ভক্তদের। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত মধুমিতা। লাস্যময়ীকে দেখে ভিরমি খাচ্ছেন সাইবারবাসী।
শরীরের প্রতিটি ভাঁজে উষ্ণতা যেন চুঁইয়ে পড়ছে মধুমিতা। তাঁর এই অসাধারণ রুপ দেখলে যে কেউই ভিরমি খাবে।
সম্প্রতি গোয়ায় ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
গোয়ায় কখনও বিকিনি পরে তিনি ধরা দিচ্ছেন স্যুইমিং পুলে কখনও আবার সমুদ্রের পাড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ডায়েট ভুলে তিনি মেতেছেন গোয়ানিজ খাবার চেখে নিতে।
হাতে বিয়ারের গ্লাস, সাদা ক্রচেটের ব্রালেটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মধুমিতা।
খোলা পিঠ থেকে ওপেন ক্লিভেজ, অফ শোল্ডার হট অ্যান্ড সেক্সি পোজে। সবেতেই যেন তিনি লাস্যময়ী। ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় ভিড় যেন উপচে পড়ছে।
শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রীর সাহসী অবতার নজর কেড়েছে নেটিজেনদের।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন