টলিউডের প্রথম শ্রেণীর অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মিমি চক্রবর্তী। অভিনয় থেকে রাজনীতি সবটাই দক্ষতার সঙ্গে তিনি সামলাচ্ছেন। সেই সঙ্গে নিজের গলায় গান গাওয়া থেকে ফটোশুট সব কিছুতেই তিনি পারদর্শী।
সাংস্কৃতিক পোশাক হোক বা পশ্চিমী পোশাক, সবেতেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সম্প্রতি সেরকমই এক ফটোশুটের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করলেন মিমি। যা দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা।
বর্তমানে শিমারী পোশাকের বেশ ট্রেন্ড রয়েছে। এই পোশাকেই নতুনরূপে দেখতে পাওয়া গেল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।
এই পোশাকেই নতুনরূপে দেখতে পাওয়া গেল তাঁকে। কালো ব্রালেটের ওপরে ডিপ নীল শিমার কোটে দেখতে অপূর্ব লাগছিল অভিনেত্রীকে।
কোটের সমস্ত বোতাম উন্মুক্ত থাকায়, ভি কাট যুক্ত ব্রালেট স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। ব্রালেটটি ডিপ নেক কাট বিশিষ্ট হওয়ায় বক্ষদেশ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। গলায় মানানসই চোকার তাঁর পোশাকের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সঙ্গে ন্যুড মেকআপ, ন্যুড শেডের লিপস্টিক ও মিডল পার্ট হেয়ার স্টাইল তাঁর সাজে পূর্ণতা দেয়।
তার শেষ ছবি মিমি সেভাবে সারা ফেলতে পারেনি বক্স অফিসে। তবে সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। এছাড়াও ইউটিউব ব্লগেও নিত্যদিন দেখা যায় তাকে। অভিনেত্রী হামেশাই ফটোশুট এবং ইনস্টাগ্রাম রিল ভিডিওতে ধরা দেয়।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।