অভিনেত্রী থেকে সাংসদ দশভুজার মতো একহাতে সব সামলাচ্ছে। দিনে দিনে ঝড় তুলছে তাঁর তাক লাগানো একের পর এক ছবি। বলিউড ডিভাদের থেকে কোনও অংশে কম যান না তিনি।
সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও পোস্ট করেছেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ভিডিওতে তার রূপের ছটা যেন দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে গেছে। ব্যাকলেস পোশাকে যেন রীতিমতো ঝড় তুলেছে।
তার এই গ্ল্যামার দেখে নেটিজেনদের যেন ঘুম উড়েছে। শাড়ি পরে বঙ্গনারীর লুকে ভক্তদের নিমেষে ঘায়েল করেছেন মিমি। ভিডিও পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
সূত্রের খবর, এক জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে আলি ফজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিমি চক্রবর্তী। টলিপাড়ার গন্ডি পার করে বলিউডে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেকে অভিনয় সেরে ফেলেছেন মিমি। পর্দায় রোম্যান্স থেকে লিপলকে আপত্তি নেই সাংসদ নায়িকার। বলিউডে পাড়ি দিয়ে যেন অনেক বেশি সাহসী হয়ে উঠেছেন মিমি চক্রবর্তী।
তবে তিনি যেমন একাধারে কাজপ্রেমী মানুষ। কিন্তু কাজ ছাড়াও নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। তাঁর পোষ্যরা যেন তাঁর জীবন। পোষ্যদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলি তা প্রমাণ করে দেয়। অভিনেত্রীর নিজের প্রতিটা আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন মিমি চক্রবর্তী।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবর জানতে দেখুন খবর অনলাইন।
বিজ্ঞাপন