কলকাতা : এবার বারাণসীর ধাঁচে গঙ্গা আরতী হবে শহর কলকাতায়। বিবেকানন্দের জন্মতিথিতেই শুরু হবে প্রস্তুতি। আজ বুধবার এ কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলায় আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বার্তা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি ঘোষণা করেন আগামিকাল থেকেই শুরু হচ্ছে গঙ্গা আরতির প্রস্তুতি।
মুখ্যমন্ত্রীর কথায়, জল আর আগুন, এই দুটি থেকে বড় বিপদ হওয়ার আশঙ্কা থাকে। তাই তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে নিজেই ঘুরে আসেন গঙ্গার ঘাট। মুখ্যমন্ত্রী জানান, বাবুঘাটে সন্ধেয় গঙ্গা আরতির ব্যবস্থা করা হবে। কলকাতার এই গঙ্গা-আরতি তিলোত্তমার অন্যতম নজরকাড়া ‘ডেস্টিনেশন’ হয়ে উঠবে বলেও আশাবাদী তিনি।
এদিন নাম না করে বিজেপি শিবিরকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গঙ্গা আরতি করার জন্য আগের থেকে প্ল্যান করতে হয়। হঠাৎ করে কোন কিছুই হয় না।”