আচমকা না কি প্ল্যান করেই নুসরত গেছিলেন শুভশ্রীর বাড়িতে। তবে টলি পাড়ার অন্দরের খবরনুযায়ী কাজের সূত্রে নুসরত গেছিলেন পরিচালক রাজের কাছে।
সম্প্রতি শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে গিয়েছিলেন নুসরত। সঙ্গে গিয়েছিলেন ছোট্ট ইশান। সেখানেই শুভশ্রীর ছেলে ইউভানের সঙ্গে খেলায় মাতল ছোট্ট ইশান।
সন্তানদের কোলে নিয়ে গল্পে মত্ত নুসরত ও শুভশ্রী দু’জনেই। দুই স্টারের পিছন থেকে তোলা ছবি পোস্ট হতেই তা সকলের নজর কাড়ল। পিছন থেকে এই ছবি তুললেন রাজ চক্রবর্তী। তা পোস্টও করে দিলেন, ক্যাপশনে লিখলেন, বলুনতো কে?
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি। দুই স্টারকিডকে দেখা মাত্রই ভালোবাসায় ভরিয়ে দিল নেটমহল। টলিপাড়ার অন্যতম চর্চিত এই দুই স্টারের সন্তানেরা মায়েদের কোলে বেশ খোশ মেজাজেই দেখা গেল।
রাজ চক্রবর্তীর ‘শত্রু’ ছবি থেকেই টলিউডে পা রাখেন নুসরত জাহান। সেই সময় থেকেই রাজের সঙ্গে দারুণ সম্পর্ক নুসরতের। ফের রাজের নতুন কোনও ছবিতে কাজের জন্য হয়ত নুসরতের ডাক পড়েছিল রাজের বাড়িতে।
বর্তমানে ছবির কাজ নিয়ে দু’জনেই বেজায় ব্যস্ত। সদ্য একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নুসরত। অন্যদিকে একের পর এক প্রোজেক্ট নিয়ে শুভশ্রীর ব্যস্ততাও তুঙ্গে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন