ঋতাভরী চক্রবর্তী টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ফলোয়ার তাঁর। তিনি প্রায়ই বেড়াতে যান ও ফটো সেশন করেন।
সম্প্রতি নিজের বেশ কিছু বোল্ড ছবি ঋতাভরী নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন। ঋতাভরীর এই যৌবনোচ্ছল ছবিগুলি ছিল উষ্ণ আবেদনে ভরপুর। এই ছবিগুলি তাঁর পুরুষ ভক্তদের বুকে উন্মাদনার ঢেউ তুলেছে।
বেইজ রঙের লো-নেক গাউনে স্পষ্ট শরীরের প্রতিটি খাঁজ, বুকের গভীর খাঁজ উন্মুক্ত করেই ভক্তদের পাগল করলেন টলি ডিভা ঋতাভরী চক্রবর্তী।
ঋতাভরীর বক্ষ বিভাজিকা উন্মুক্ত হয়ে ক্যামেরায় ধরা দিয়েছে। সব মিলিয়ে ঋতাভরীকে মোহময়ী লাগছে। তাঁর রূপের আগুনে যেন চোখ ঝলসে যাচ্ছে।
ঋতাভরী পরিচালক শতরূপা স্যানাল ও অভিনেতা উৎপলেন্দু চক্রবর্তীর কন্যা। ঋতাভরী অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন প্রোডিউসার ও গায়িকাও বটে। তিনি বিভিন্ন ধরণের সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত।
‘ফাটাফাটি’ ছবি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে টানটান উত্তেজনা। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আবির ও ঋতাভরীর মিষ্টি প্রেম দেখার জন্য উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে। নন্দিতা ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত এই ছবি মুক্তির দিন গুনছেন ভক্তরা। আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরীকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। উইনডোজ প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফাটাফাটি’ আসছে এই ১২ই মে।
এছাড়া হিন্দি ছবি পরী, নেকেড ইত্যাদিতে অভিনয় করেছন। বলিউড স্টার আয়ুষ্মান খুরানার সাথে তিনি কাজ করেছন। এছাড়া বাংলা ছবি শেষ থেকে শুরু, ব্রহ্মা জানেন গোপন কম্মটি, টিকি টাকা, এফ আই আর ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।