নীল জলরাশিতে ঝড় তুলল রুক্মিণী, সঙ্গী কে?

এই মুহূর্তে টলিউডের পরিচিত মুখ রুক্মিণী মৈত্র। একদিকে যেমন তিনি একের পর এক কাজ করছেন, সেই সঙ্গে আরও একটি কারণ আছে তাঁর জনপ্রিয়তার। তিনি সুপারস্টার দেবের বিশেষ বান্ধবী।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন রুক্মিণী।  নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের আপডেট নেটিজেন ও ফ্যানেদের সামনে তুলে ধরেন নায়িকা।

 

নেটিজেনরা মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর বোল্ড লুকে। সেই প্রমাণ মিলেছে তাঁর পোস্টের কমেন্ট বক্সেই।

সময় পেলেই তাঁরা দু’জনেই ছুটি কাটাতে বড় ভ্যাকেশান থেকে ছোট ভ্যাকেশানে বেরিয়ে পড়েন। সম্প্রতি মলদ্বীপে যাওয়ার পর থেকেই বেশ কিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দেব ও রুক্মিণী। তবে এখনও পর্যন্ত কোনও ছবিই তারা একসঙ্গে পোস্ট করেননি। বরং যে যার নিজস্ব ইনস্টাগ্রামেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন। 

রুক্মিণী নিজের ইনস্টাগ্রামে প্রতিনিয়তই একগুচ্ছ ছবি পোস্ট করেই চলেছেন। যেখানে দেখা গিয়েছে সুইমিংপুলের নীল জলে ডুবে রয়েছেন দেবের প্রেমিকা। সেই ছবি দেখে নেটিজেনরা একেবারে মুগ্ধ হয়ে গেছে।

জানা গিয়েছে, নটী বিনোদিনীর শুটিং শেষ হয়েছে রুক্মিণীর। দু’জনের কাজের ব্যস্ততা কাটিয়েই ভ্যাকেশনে গিয়েছেন তাঁরা।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন