টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং ভাইরাল শব্দটি যেনো সমার্থক। ইন্টারনেট দুনিয়াতে তিনি কিছু পোস্ট করলেই তা নিয়ে মুহূর্তের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং বেশিরভাগ পোস্ট ভাইরাল তালিকায় নাম লেখায়। সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন এই টলি অভিনেত্রী। বলা যেতে পারে, টলি সুন্দরীর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ে না।
অভিনয় জীবনে সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত জীবনটা বরাবরই টালমাটাল শ্রাবন্তীর। বারবার প্রেমে পড়েন, কিন্তু সেই প্রেম পূর্ণতা পায় না। ব্যাথা পান বারবার। কিন্তু তবুও নতুন সম্পর্কে জড়াতে খুব একটা বেশি সময় নেন না অভিনেত্রী।
টলি ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন, ফের নাকি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মনে আবারও ‘বসন্ত এসে গিয়েছে’। রোশন সিংয়ের সঙ্গে সাংসারিক জীবনে তিক্ততার পর একই আবাসনের বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে এসেছিল। শ্রাবন্তী না মানলেও, এ যেন ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে কিছু মাস আগেই সেই সম্পর্কও চুকেছে, যদিও বন্ধুত্ব রয়েছে।
তবে এর পরেই নাকি শ্রাবন্তী ফের সম্পর্কে জড়িয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে।
এমনটাই বলছে ইন্ডাস্ট্রির ফিসফাস। একসঙ্গে কফিশপে যাওয়া, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দু’জনের একসঙ্গে যাওয়া, ছবি তোলার বহর দেখে গসিপ কিছুতেই কমছে না। সেই গসিপেই আবার আগুন যোগ করেছে আরও এক খবর। পরিচালকের পরবর্তী ‘প্যান ইন্ডিয়া’ ছবিতে শ্রাবন্তীই নাকি নায়িকা হবে। আর সেই কারণেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
অনেকেরই ধারণা, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে শ্রাবন্তীর কান্ড জ্ঞানটা একটু কমই। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেন তিনি। তবে বিয়ে, বিয়েতে ভাঙন, নানান বিতর্ক, যাই হোক না কেন সবসময় পজিটিভ থাকতেই ভালোবাসেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়াতেও বারবারই পজিটিভ থাকার বার্তাই দিয়েছেন তিনি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।