টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় মুখ তৃণা সাহা। শুধু টেলিভিশন সিরিয়াল নয়, বড় পর্দা থেকে ওটিটি প্লাটফর্ম সবেতেই দাপুটে অভিনেত্রী তৃণা সাহা।
বর্তমানে আবার ওয়েব সিরিজও দেখা যাচ্ছে তাঁকে। সবমিলিয়ে বর্তমান অভিনেত্রীদের মধ্যে অন্যতম সফল বলা যেতেই পারে তাঁকে। এত কাজের অনুপাতে উপার্জনও মানানসই হবে তা বলাই বাহুল্য। তেমনই রোজগারও করছেন দু হাত ভরে। সম্প্রতি নিজের আয় নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেত্রী তৃণা সাহা।
শুরু করেছিলেন ছোট পর্দায় সিরিয়ালের হাত ধরে, এরপর করেছেন খোকাবাবু, খড়কুটোর মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রের কাজ। বড়পর্দাতেও বেশ কয়েকটি সিনেমায় জিৎ বা সোহমের মতো প্রথম সারির নায়কের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে অভিনেত্রীকে।
শেষবার বালিঝড় ধারাবাহিকে ঝোরা সেনের ভূমিকায় দেখা গিয়েছিল তৃণা সাহাকে। গত ১৬ এপ্রিল ওই ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছে। সিরিয়াল, সিরিজের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও তাঁকে দেখা গেছে।
তবে সোশ্যাল মিডিয়ায় প্রায় অনেক নেটিজেনদের বক্তব্য, তিনি না কি বিজ্ঞাপন থেকে মাসে বেশ ভালো অর্থ উপার্জন করে থাকেন।
অভিনেত্রী বলেন, ‘কোনও খাত থেকেই কোটি কোটি টাকা আমি ইনকাম করি না। আমি কোটি টাকা চোখেই দেখিনি। তবে হ্যাঁ, আমি যে কাজ করি সেটায় নিজের ৫০০ শতাংশ দিই। সে বিজ্ঞাপন হোক বা সিরিয়াল, সিরিজ কিংবা সিনেমা। সবটাই আমার কাছে কাজ। আর ভালো কাজ এলে আমি করব। তবে আপাতত খুব পছন্দসই কোনও অফার আমার কাছে আসেনি। এলেই আমি কাজে ফিরব।’
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন