বড়পর্দায় আসতে চলেছে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। বাংলা সাহিত্যে মণি রত্নের অভাব নেই। তার মধ্যে অন্যতম ‘টেনিদা’।
পটলডাঙার চারমূর্তির কাহিনি বরাবর পাঠকের মনে হাসি ও মজার রসদ জুগিয়েছে। এইবার দর্শকদের পালা। গরমের ছুটিতেই বড়পর্দায় আসছে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক পোস্টার।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘ঝাউবাংলোর রহস্য’ গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে ছবিটি। পরিচালক সায়ন্তন ঘোষালের ছবিটির নাম রাখা হয়েছে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় চারমূর্তিকেই দেখা যাচ্ছে পোস্টারে।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ নিবেদন করেছেন সুরিন্দর সিং এবং নিসপাল সিং রানে। ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সৌগত বসু। পিয়া এবং প্রান্তিকের লেখা গানে সংগীত পরিচালনা করেছেন মিমো। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন সায়ন গঙ্গোপাধ্যায়।
এই ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন রম্যদীপ সাহা। কাঞ্চন মল্লিক ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, গৌরব চক্রবর্তী, সৌমেন্দ্র ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, সৌরভ সাহা, ঋদ্ধিমা ঘোষ, অরিন্দোল বাগচী সহ অন্যান্যরা।
১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল ‘চারমূর্তি’। সেই সিনেমায় আইকনিক এই চরিত্রে অভিনয় করেছিলেন চিন্ময় রায়। ছিলেন সন্তোষ দত্ত, রবি ঘোষ, শম্ভু ভট্টাচার্য, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতা। পরবর্তী কালে আবার চিন্ময় রায় নিজের পরিচালনায় ‘টেনিদা’ তৈরি করেন। সেখানে জনপ্রিয় এই চরিত্রে দেখা যায় শুভাশিস মুখোপাধ্যায়কে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন