মাদকের নেশায় বুঁদ। এই নেশাই যে সর্বনাশা। মানুষকে করেও দিতে পারে সর্বস্বান্ত। আবার এই মাদকের নেশায় করেও ফেলতে পারে মানুষ খুন।
মাদকের নেশাতেই বুঁদ হয়ে মারাত্মক কান্ড ঘটিয়ে বসলেন অভিনেত্রী সায়নী ঘোষ ও অভিনেতা সোহম চক্রবর্তী।
মাদকের নেশায় খুন করলেন এক ব্যক্তিকে। তারপরে সেই মৃত ব্যক্তিকে ভরে ফেললেন স্যুটকেসে।
তবে এই ঘটনা রিয়েল লাইফের একেবারেই নয়। রিল লাইফেই ঘটেছে এই দুর্ঘটনা। গতকাল মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী ও সায়নী ঘোষ অভিনীত নতুন ছবি ‘এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?’-এর ট্রেলার।
এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিক, লাবণী সরকার, সুমিত সমাদ্দার, জুন মালিয়া, অভিজিৎ গুহ, সুব্রত মুখোপাধ্যায়ও অন্যান্যরা। সোহমের প্রযোজনা সংস্থা থেকে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।
এই ছবির গল্প শুরু হয় সায়নী ও সোহমের আলাপ নিয়ে। বিয়ে হয়ে যাওয়ার আগে বিশেষ ধরণের নেশা করার ইচ্ছা হয় সায়নীর। সেই নেশায় তাঁর সঙ্গী হয় সোহমও। মাদকাসক্ত হয়ে নেশার ঘোরেই খুন করে ফেলে এক গাড়ির ড্রাইভারকে।
খুন করে বডি লোপাটের জন্য দরকার পড়ে লাল স্যুটকেসের। লুকনো একটা মৃতদেহ নিয়ে শুরু হয় ছবির মোড় ঘোরানো গল্প। এই ছবির পরিচালনার দযিত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল।
ভিডিও- ইউটিউব।
বিনোদনের খবর জানতে দেখুন খবর অনলাইন।