নতুন নতুন প্রযোজনা সংস্থা। একের পর এক নতুন ছবি। অভিনয়ে ভালোই হাত পাকিয়ে নিয়েছে টলিপড়ার এই দুই তারকা। কিন্তু এইবার তাদের কাধে চাপল আরও বড় দায়িত্ব।
বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা বিকে এনটারটেইনমেন্টের প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা (চচ্চরি)’-এর ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। এই ছবির পরিচালনায় রয়েছে হরনাথ চক্রবর্তী।বিকে এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন রবি ভালোটিয়া।
ছবির মুখ্য চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত।
ছবির ট্রেলারই বুঝিয়ে দিচ্ছে এই সিনেমায় রয়েছে ভরপুর কমেডি। এই সিনেমা খাঁটি প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছে। বাঙালি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে মারোয়াড়ি ছেলে। আর এই প্রেম নিয়েই যত ঝামেলার সূত্রপাত। এই প্রেমের গল্পকে সামনে রেখে সিনেমায় রয়েছে ঝগড়া, অশান্তি ও মন খুলে হাসার প্রচুর সুযোগ।
প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি। এই জুটির প্রযোজনা সংস্থার প্রথম ছবি কেমন মন জয় করে দর্শকদের সেটাই দেখার।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
- Advertisement -Claim Your Gift Card Now