অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবিতে পা রাখছেন এক নতুন মুখ। নাম গৌরব দাস।
পরিচালক এম এন রাজের এর নতুন ছবি ‘জন্নত’-এ দেখা যাবে তাঁদের। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও তুলিকা বসু। ছবির শ্য়ুটিং পুরোটাই কলকাতায় হবে।
এই ছবির গল্প চিরপরিচিত এক প্রেমের গল্প। ছবির নামভূমিকায় অভিনয় করছেন রূপসা। তাঁরই চরিত্রের নাম জন্নত। রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা জন্নত পড়াশোনায় মেধাবী। একটি কর্পোরেট অফিসে চাকরিও করে সে। কিন্তু বাড়ির নিয়ম থেকে শুরু করে রক্ষণশীল পোশাক পরার রীতি, সবকিছুই মেনে চলতে হয় তাঁকে।
চলতি বছরেই মুক্তি পাবে ‘জন্নত’। ২৫ দিনের সিডিউল রয়েছে। ছবিতে আয়ুশ দাসের সংগীত পরিচালনায় ৪ টে গান রয়েছে। গ্রাম থেকে শহরের সব রকম দর্শকদের কথা মাথায় রেখে, বাণিজ্য়িক ঘরানায় তৈরি হয়েছে এই ছবি।
পরিচালকের কথায়, ‘ভিন্ন ধর্মের মধ্য়েও ভালোবাসা হতেই পারে। তাই ধর্মের কথা চিন্তা না করে, মানবিকতার উপরেই গুরুত্ব দেওয়া উচিত। গ্রাম ও শহরের সব ধরণের দর্শকের কথা ভেবেই এই ছবি তৈরি করা হয়েছে।‘
ছবি- – ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন