রাজা চন্দের ‘বিয়ে বিভ্রাট’-এ আবির ও পরম, মুখ্য ভূমিকায় লহমা ভট্টাচার্য

0

পেশায় সাংবাদিক হলেও ছোটবেলা থেকেই চাইতেন অভিনেতা হতে, কিন্তু পড়াশোনার চাপে নিজের ইচ্ছেগুলোই চাপা পড়ে গিয়েছিল। তবে তাঁর মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁর অদম্য জেদই তাঁকে পৌঁছে দিয়েছে গ্ল্যামার দুনিয়ায়।

লন্ডনে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষ করে কলকাতায় ফেরেন লহমা ভট্টাচার্য। কাজ শুরু করেন সংবাদমাধ্যমে। পাশাপাশি অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন। এরইমধ্যে টলিউড সুপারস্টার জিৎ-এর অফিস থেকে ডাক পড়ে। দিন বদলে যায় তাঁর। জিতের ‘রাবণ’ ছবির নায়িকা হয়ে টলিউড সফর শুরু করেন লহমা।

চলতি বছর মুক্তি পেতে চলেছে রাজা চন্দের আপকামিং ছবি ‘বিয়ে বিভ্রাট’। বিয়ের নানা জটিলতাকে, মজার মোড়কে এই ছবিতে পরিবেশন করবেন রাজা। ‘বিয়ে বিভ্রাট’ এর মুখ্য় চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্য়ায়,পরমব্রত চট্টোপাধ্যায় এবং লহমা ভট্টাচার্য। ‘রাবণ’ এর পর ‘বিয়ে বিভ্রাট’ লহমার দ্বিতীয় ছবি। ছবির শ্য়ুটিং পুরোটাই কলকাতায় হয়েছে।

লহমা জানিয়েছেন, ‘ছবির থিম বিয়ে হলেও বন্ধুত্ব এবং প্রেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকলের জীবনেই যেহেতু এই ধাপ অতিক্রম করতে হয়, তাই দর্শকও এই ছবির মধ্য়ে নিজেকে খুঁজে পাবে। ছবিতে কমেডির গুরুত্ব থাকায় খুব মজা হয়েছিল শ্য়ুটিংয়ের সময়। ছবির স্ক্রিপ্ট একবার পরেই ভালো লেগেছিল।মোহরের মধ্য়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি।‘

‘রাবণ’-এর রাই চরিত্রটি নিয়ে লহমা বলেন, ‘টিপিক্যাল হিরোইনের চরিত্র নয় রাই। বেশ স্ট্রং হিসেবেই তাকে দেখানো হয়েছে। খুবই প্রাণবন্ত একটা চরিত্র। একই সঙ্গে অত্যন্ত কৌতুহলী। কোনও ঘটনার সত্যতা জানার জন্য যে কোনও  ঝুঁকি নিতে প্রস্তুত।’

সুপারস্টার জিৎ-এর  সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘জিৎ দা’র সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। সমস্ত ক্ষেত্রে সাহায্য করেছেন। গানের ক্ষেত্রে কিংবা কোনও সংলাপের ক্ষেত্রে খুব নার্ভাস লাগতো। কিন্তু জিৎ দা খুব সাহায্য করেছেন। আমার শুধু ধন্যবাদ ছাড়া আর কিছুই বলার নেই।’

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.