এতদিন দক্ষিণি সিনেমার রিমেক হত বাংলায়। এইবার সেই চিরাচরিত ধারায় আসতে চলেছে বদল। কারণ এইবার রিমেকের জোয়ারে গা ভাসাতে চলেছে দক্ষিণের ইন্ডাস্ট্রিও।
দক্ষিণে এইবার হতে চলেছে বাংলা সিনেমার রিমেক। যুগান্তকারী সেই ছবি সৃজিত মুখার্জির ‘ভিঞ্চি দা’। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে সেই কথা জানিয়েছেন সৃজিত নিজেই।
বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল সৃজিতের ভিঞ্চি দা। এবার তামিলে রিমেক হতে চলেছে এই সিনেমার। তামিল প্রযোজক ও পরিচালক জি ধনঞ্জয়ন সম্প্রতি এসভিএফ থেকে এই সিনেমার সত্ব কিনেছেন।
বাংলার এই সাইকোলজিক্যাল থ্রিলার অবলম্বনেই তৈরি হয়েছে তেলুগু সিনেমা ‘রাবণাসুরা’। এই ছবির নায়কের ভূমিকায় থাকবে তেলুগু সুপারস্টার রবি তেজা।
‘রাবণাসুরা’র পোস্টার শেয়ার করেই সুখবর দিয়েছেন সৃজিত। ক্যাপশনে রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অনুপম সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্তকে ট্যাগ করে পরিচালক লিখেছেন, ‘একবারের জন্য হলেও টেবিল ঘুরে গিয়েছে।‘
তবে সৃজিতের সিনেমার ক্ষেত্রে এটি প্রথম নয়। এর আগেও মারাঠিতে রিমেক হয়েছে সৃজিতের সিনেমা হেমলক সোসাইটির। কিছুদিন আগেই মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি স্বত্ব কিনেছে ‘অটোগ্রাফের’। হিন্দিতে রিমেক হয়েছে ‘রাজকাহিনির’।
সৃজিতের কথায়, মানুষ তাঁর গল্প পছন্দ করেছেন। বাংলা সিনেমার গল্প এভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়লে লাভ বাংলা ইন্ডাস্ট্রিরই। পুরো দেশ জুড়েই বাংলার গল্পের চাহিদা রয়েছে। কারণ, বাংলা কনটেন্ট নিয়ে প্রায় কমবেশি সব ডিরেক্টরই ভাবে। তামিলেও সিনেমাটি প্রায় প্রত্যেকের প্রশংসা কুড়োবে বলেই আশাবাদী পরিচালক।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন