ফেলুদা, এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া। আট থেকে আশি প্রায় সব বয়সির কাছেই জনপ্রিয় এই চরিত্রটি। ফেলুদা, তোপসে ও লালমোহনবাবুর এই জুটি দর্শকদের মনে চিরকালের মতো জায়গা করে নিয়েছে।
প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। তবে এইবার ফেলুদা হিসেবে টোটা রায়চৌধুরীকে বেছে নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
ফেলুদা আসছে। না, বড়পর্দায় নয়। ফেলুদা আসছে ওটিটিতে। এই খবর নতুন নয়। পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের হাত ধরে ফেলুদার ‘যত কান্ড কাঠমাণ্ডুতে’ যে ওটিটি আসছে তা জানাই ছিল। এইবার প্রকাশ্য়ে এল সেই সিরিজের মোশন পোস্টার। জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্ম আড্ডাটাইমসে মুক্তি পাবে এই সিরিজ। ১৪ এপ্রিল মুক্তি পাবে এই সিরিজ।
গত বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজের ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওয়েব দুনিয়ার প্রথমবার ফেলুদা অর্থাৎ প্রদোষচন্দ্র মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টোটা রায় চৌধুরি।
এছাড়া তোপসের চরিত্রে অভিনয় করেছেন কল্পন মিত্র। আর জটায়ু হয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন