নারী পাচার চক্রে নাম জড়াল শ্রাবন্তীর, আশ্রমের ভেতরে এটা কী ঘটছে?

বিতর্ক যেন আর পিছু ছাড়ে না। একের পর এক কান্ড ঘটিয়েই চলেছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নারী পাচার চক্রের সাথে নাম জড়াল শ্রাবন্তীর।

তবে চিন্তা করার মতো কোনও কারণ নেই। নারী পাচারের এই কান্ডটি শ্রাবন্তী রিয়েল লাইফে নয়, রিল লাইফে ঘটাবে। এই ঘটনা আসলে সিনেমার গল্পের। 

‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে নারী পাচারের মূল কান্ডারী অভিনেত্রী। সেখানেই দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই প্রথম কোনও নেগেটিভ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

বেনারসের এক বিধবাদের আশ্রমকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। এই আশ্রম থেকেই লুকিয়ে চলছে নারী পাচার।

‘সাদা রঙের পৃথিবী’ ছবির শ্যুটিং চলছে বেনারসে। ইতিমধ্যেই সেখানে এই ছবির টিম পৌঁছে গেছে। বুধবার, ২২ মার্চ সেখানে হাজির হয়েছিল ‘সাদা রঙের পৃথিবীর’ ছবির পুরো দল। কাজ শুরুর আগে বিশ্বনাথ মন্দিরে পুজোও দেওয়া হয়। তারপর শুরু করা হয় এই নতুন ছবির শ্যুটিং।

এখানে চমক হিসেবে যে কেবল শ্রাবন্তীকে অন্য রূপে দেখা যাবে এমনটা নয়। এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন তৃণমূল নেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই ছবিতে অন্যান্য ভূমিকায় আছেন অরিন্দম শীল, দেবলীনা কুমার সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায়, প্রমুখ। এই ছবির পরিচালনা করছেন রাজশ্রী দে।

ছবি-  ইন্সটাগ্রাম

খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন।

বিজ্ঞাপন