বাংলা টেলি জগৎের অতি পরিচিত মুখ মনামী। প্রায়শই নিজের নাচের ভিডিও শেয়ার করেন অনুরাগীদের উদ্দেশ্যে। সেই সঙ্গে ঘুরতে যেতেও তিনি খুব পছন্দ করেন।
মনামীকে প্রায় সকলেই এজলেস বিউটি বলে চেনে। এখনও যে কোনও অষ্টাদশীকে গুণে গুণে ফ্যাশন গোল দেবেন এই নায়িকা। দিন দিন গ্ল্যামার বেড়েই চলেছে তার।
কখনও চট কখনও আবার মেটাল, কখনও আবার বিকিনি। বিভিন্ন রকমের ড্রেস পরেই ছবি পোস্ট করেন মনামী। কখনও পান প্রশংসা, কখনও আবার কটাক্ষ।
সম্প্রতি থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন মনামী ঘোষ। ফুকেত, পাটায়া বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন। সেখান থেকে কখনও প্রমোদতরীতে ধরা দিয়েছেন স্বল্পবসনা মনামী।
আবার কখনও বা স্বচ্ছ নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে ক্যামেরার সামনে মৎসকন্যা হয়েছেন টলি-সুন্দরী। আর সেই ছবি দেখেই নেটপাড়ার উষ্ণতা বেড়েছে। মনামী ঘোষকে নিয়ে নেটপাড়ায় চর্চার অন্ত নেই।
রং-বাহারি বিকিনিতে ছবি পোস্ট করেছিলেন। তবে, টলি-সুন্দরীকে বিকিনিতে দেখে সকলেই যে প্রশংসার বন্যা বইয়েছেন, তেমনটা নয়। অনেকেরই ভ্রু-যুগল আন্দোলিত হয়েছে।
অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। ফ্যাশন মানেই সাবলীল থাকা সেই পন্থা অনুসরণ করে চলেছেন মনামী ঘোষ। তাঁর ইনস্টাগ্রাম গ্যালারি কোনও ডিজিটাল ফ্যাশন ম্যাগাজিনের চেয়ে কম নয়। এমন কোনও স্টাইল নেই যা মনামি ক্যারি করতে পারেন না। তাঁর থেকে রীতিমত অনুপ্রেরণা নেয় নেটিজেনরা। শাড়ি থেকে শুরু করে স্কার্ট সবেতেই বর্তমানে নিজেকে ডিভার মত তুলে ধরছেন মনামি।
ভিডিও-ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us