Home বিনোদন বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন ঋতাভরী ও জিতু, আপনজন ছবির শুটিং কবে থেকে?

বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন ঋতাভরী ও জিতু, আপনজন ছবির শুটিং কবে থেকে?

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং অভিনেতা জিতু কমল দু’জনেই ছোটপর্দা এবং বড়পর্দার জনপ্রিয় মুখ। এই দুজনেই জনপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দার হাত ধরে।

জুটিতে চমক। এই প্রথম বার জুটি বাঁধছেন অভিনেতা জীতু কমল ও ঋতাভরী চক্রবর্তী। পরিচালনায় দায়িত্বে অংশুমান প্রত্যুষ। ছবির নাম ‘ আপনজন’।

ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে ছবির শুভ মহরৎ হয়ে গেল। তার আগে সামনে এল জীতু ও ঋতাভরীর চরিত্রের লুক। একেবারে আরবান লুকে দেখা যাচ্ছে জীতু ও ঋতাভরীকে।

ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। ছবির নাম ‘আপনজন’। ছবিটি মুক্তি পাবে এসকে মুভিজ-র ব্যানারে, প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।

‘আপনজন’ ছবিতে ঋতাভরী চক্রবর্তী অভিনীত চরিত্রটির নাম রূপা। ছবিতে ঋতাভরীকে দেখা যাবে একজন সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করতে। যিনি কোনও ব্যক্তির সহযোগিতা ছাড়াই বড় করে তুলছেন নিজের সন্তানকে।

অপরদিকে,জীতু কমলকেও দেখা যাবে একজন সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করতে, যিনি একা নিজের সন্তানকে বড় করছেন। দুজন একা মা-বাবার জীবনের সহজ-কঠিন সমীকরণের গল্প দেখাতে আসছে ‘আপনজন’-এ। ছবিতে জীতু অভিনীত চরিত্রের নাম পার্থিব।

অংশুমান প্রত্যুষ জানান, ঋতাভরী এবং জীতুর সঙ্গে অনেকদিন ধরেই আপনজনের কাজ করার বিষয় কথা চলছিল। কলকাতা ছাড়াও লন্ডনে হবে ছবির বেশিরভাগ অংশের শুটিং।

জীতুর কথায়, ‘বর্তমান সমাজের ঘটে যাওয়া বিষয়ের উপরই তৈরি হতে চলেছে আপনজন। কিন্তু তার আগে অংশুমান প্রত্যুষের আরও একটি ছবি বাবুসোনা তে আমি অভিনয় করছি। ১৫ মে থেকে বাবুসোনার শ্য়ুটিং শেষ হলে, তবেই শুরু হবে আপনজন এর শ্যুটিং।‘

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version