টলি পাড়ায় যেন কেউই এখন কারোর থেকে কম যায় না। এ বলে আমায় দেখ ও বলে আমায়। চিত্রনাট্য থেকে গল্পে কে কোন চরিত্রের জন্য মানানসই। সব কিছুই নিপুণ ভাবে চটজলদি ঠিক করে ফেলছেন।
শাঁওলী মজুমদারের প্রযোজনায় ‘সত্যি প্রেমের গল্প’-এর বিভিন্ন প্রেমের গল্প বলবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় আর বাসবদত্তা চট্টোপাধ্যায়। অফিস, কলেজ, রাস্তা বা ডিজিটাল জগতে ছড়িয়ে থাকা প্রেমের গল্পের মধ্যে কী কী টুইস্ট আছে। সবকিছুই শোনাবে অভিনেত্রী কনীনিকা ও বাসবদত্তা।
তবে এর মধ্যে রয়েছে আরও একটি বড় চমক। মেয়েরা যে দশভুজা তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কোনদিনই অডিও মাধ্যমে কাজ করেননি এই দুই অভিনেত্রী। শুরু থেকেই তারা পর্দার কাজেই সাবলীল। তবে ক্যামেরার সামনে থেকে সোজা মাইক্রোফোনের সামনে এনে বসিয়ে দেওয়ার কাজটা করলেন শাঁওলী মজুমদার। এই সিরিজে তারা দু’জনেই পুরো গল্পে কন্ঠ দিয়েছেন।
অন্যদিকে কিছুদিন আগেই নতুন ছবির ঘোষণা করেন বাসবদত্তা। বাপ্পার পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘ত্রিভূজ’। তিনটি ছোট গল্প নিয়ে তৈরি হবে এই এন্থোলজি, কিছু ডার্ক থ্রিলার গল্প থাকছে এই সিনেমায়। সেখানেই একটি গল্পে দেখা যাবে বাসবদত্তাকে।
ভিডিও-ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও জানতে দেখুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us