Home খবর দেশ গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ঘুরতে লাগবে কত খরচ?

গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ঘুরতে লাগবে কত খরচ?

0

বারাণসী : ভিডিও কনফারেন্স- এর মাধ্যমে গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের বারাণসী থেকে উদ্বোধন করা হয় এই বিলাসবহুল রিভার ক্রুজের। জানা যাচ্ছে, বারাণসী থেকে গঙ্গার ওপর দিয়ে বিহার, ঝাড়খন্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে আসবে এই ক্রুজ। তারপর বাংলাদেশের মধ্য দিয়ে পৌছে যাবে অসমের গুয়াহাটিতে।

এই প্রমোদতরী নদীপথে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। সময় লাগবে ৫১ দিন। বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছনোর পথে ৫০টি পর্যটক কেন্দ্র দেখবেন প্রমোদতরীর যাত্রীরা। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, নদী ঘাট, এ ছাড়াও পাটনা, কলকাতা, ঢাকা এবং গুয়াহাটির মতো বড় শহর। সারনাথ, সুন্দরবন, মাজুলি দ্বীপ, কাজিরাঙা জাতীয় উদ্যান ছুঁয়ে যাবে গঙ্গা বিলাস।

গঙ্গা বিলাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি গঙ্গা বিলাসের সমস্ত যাত্রীদের বলতে চাই আপনারা যা ভাবতে পারেন, তার সবকিছু রয়েছে ভারতে। এমনকি আপনাদেরক কল্পনার বাইরেও অনেক কিছু রয়েছে। হৃদয় দিয়ে ভারতকে অনুভব করুন। কারণ ভারতের হৃদয় সকলের জন্যই খোলা।”

গঙ্গা বিলাসে স্পা, সেলুন, জিম, রেস্তোরাঁর মতো সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। দূষণমুক্ত এবং কোলাহল নিয়ন্ত্রণের প্রযুক্তিও রয়েছে গঙ্গা বিলাসে। জানা যাচ্ছে , প্রতিদিন ২৫ থেকে ৫০ হাজার থাকা খরচ মাথা পিছু ভাড়া হবে গঙ্গা বিলাসের। অর্থাৎ ৫১ দিনের ভ্রমণে খরচ পড়বে প্রায় ২০ লক্ষ টাকা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version