সানাই বাজতে চলেছে টেলিপাড়ায়। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব এবং প্রেমের বন্ধন এইবার শুধু বিবাহ বন্ধনে পরিণতি পাওয়ার অপেক্ষায়।
উদয় ও অনামিকা দু’জনেই ছোটপর্দার চেনা মুখ। দু’জনেরই বিপুল সংখ্যক ফ্যান রয়েছে। প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন উদয়। অভিনেতা বলেন, ’বিয়ের প্ল্য়ানিং চলছে। সবটা চূড়ান্ত হলে নিশ্চয় জানাব। ইচ্ছা আছে এই বছরই আমাদের সম্পর্কের পরবর্তী ধাপে পা রাখার।‘
তাঁদের দু’জনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখলেই বোঝা যায়। তাঁরা দু’জনেই প্রকৃতি প্রেমী মানুষ। সময় পেলেই তাঁরা ঘুরতে বেরিয়ে পড়েন।
কী করে বলব তোমায়’ ধারাবাহিকে অভিনয় করেছেন উদয় প্রতাপ সিং। এই মুহূর্তে ‘মিঠাই’-র পাশাপাশি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।
অন্যদিকে অনামিকা জনপ্রিয়তা অর্জন করেছেন ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মাধ্যমে। এছাড়াও ‘উড়ন তুবড়ি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘লালকুঠি’-র মতো ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। এই মুহূর্তে একগুচ্ছ ওয়েব সিরিজের কাজ নিয়ে তিনি ব্যস্ত আছেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।