ফের নয়া চমক! এ বলে আমায় দেখ, তো বলে আমায়। টলি পাড়ায় যেন জোরদার প্রতিযোগিতা চলছে।
ন্যাড়া মাথা, গলায় তুলসী মালা, পরনে গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক কাটা, চৈতন্য স্বরূপ হাতে জপমালা- প্রিয়াঙ্কা সরকারের এই লুক দেখে হতবাক টলিপাড়া। ‘নটি বিনোদিনী’র বেশে প্রিয়াঙ্কাকে দেখে নেটপাড়ায় প্রশংসার বন্যায় ভরে গেছে।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনী দাসীর ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ছবিতে ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে।
পরিচালক রামকমলের ‘নটী বিনোদিনী’ ছবিতে বিনেদিনীর অবতারে রুক্মিণী মৈত্রকে দেখে ইতিমধ্যেই সিনে মহলে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতেই প্রিয়াঙ্কার বিনোদিনী লুক প্রকাশ করেন রানা সরকার। ক্যাপশনে লেখেন, ‘নটি বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। না, নটি বিনোদিনী নিয়ে আরেকটা সিনেমা নয়, সৃজিত মুখার্জির ঘোষিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ একটি গুরুত্বপূর্ণ অংশ গিরিশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প, কীভাবে শ্রীচৈতন্য প্রভাবিত করেছিল এদের দু’জনকে সেই গল্প, বিশদে এখনই বলা যাবে না।‘
‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাটির চিত্রনাট্য সৃজিত মুখোপাধ্যায়ের লেখা। তবে সৃজিত সময়ের অভাবের জন্য এই ছবি পরিচালনা করছেন না বলেই জানান রানা সরকার। তাহলে পরিচালক কে? তাতেও বিশেষ চমক থাকছে বলেই জানিয়েছেন টলিউডের প্রযোজক।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।