আবার তিনি এলেন নতুন পোশাকে৷ কখনও কখনও উর্ফির ফ্যাশনের কোনো সংজ্ঞা থাকে না। তাঁর পোশাকটি কোন ভাবনা থেকে তৈরি করা তাও বোঝা দায় হয়ে পড়ে। সম্প্রতি উর্ফির পরনের পোশাক দেখে নেটিজেনদের একাংশ প্রায় আঁতকে উঠেছেন।
উর্ফির একটি ভিডিও সাম্প্রতিক কালে ভাইরাল হয়েছে। তাতে উর্ফির পরনে রয়েছে কালো বেড়াজাল দেওয়া গার্ড। এই পোশাকটি পরে হাঁটা যে সম্ভব নয়, তা দেখেই বোঝা যাচ্ছে।
তবে ইতিমধ্যেই উর্ফির এই ভিডিওটির ভিউ পাঁচ লক্ষের বেশি। সাতষট্টি হাজারেরও বেশি লাইক হয়েছে এই ভিডিওতে। আপাতত এই ভিডিও ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের সমালোচনা।
অনেকে বলছেন, উর্ফি আর কি কি পরতে চান। অনেকে পোশাকের ডিজাইন নিয়ে মাথা ঘামাচ্ছেন। তার পোশাকের ধরন ধারণ এতটাই আশ্চর্যজনক যেখানে একজন ফ্যাশন ডিজাইনার পর্যন্ত হার মেনে যাবেন। কখন কোন পোশাক কেটে কি তৈরি করে ফেলছেন তা ধরা মুশকিল।
উর্ফি’র এই সাজ দেখে স্তম্ভিত নেটদুনিয়া। কেউ কেউ তো তাঁকে পাগল বলে কটাক্ষ করতেও ছাড়েননি।
অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে উর্ফি মুম্বইয়ে কাজের খোঁজে এসেছিলেন। সিরিয়ালে ছোটখাট চরিত্রে অভিনয় করলেও বিগ বস ওটিটির মাধ্যমে পরিচিতি পান উর্ফি। একসময় তাঁর পদবী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।
অনেকে মনে করেছিলেন, তিনি জাভেদ আখতার এর নাতনি। কিন্তু শাবানা আজমি টুইট করে এই বিভ্রান্তি দূর করেন। উর্ফিও জানান, জাভেদ আখতারের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। বর্তমানে উর্ফি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করছেন।
ভিডিও-ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন