অদ্ভুত পোশাককে বিদায়, কেন নিলেন এই সিদ্ধান্ত উর্ফি?

0

উর্ফি জাভেদ যে কখন কী করেন তা বোঝা বেজায় মুশকিল। ফের সেরকমই আবার এক অদ্ভুত ঘটনা ঘটালেন। খবরের শিরোনামে কীভাবে থাকতে হয়, তা ভালোভাবেই জানেন উর্ফি।

টুইটে উরফি লিখলেন, ‘আমি ক্ষমা চাইছি মানুষের মননে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এই বার থেকে বদলে যাওয়া উর্ফিকে দেখতে পারবেন আপনারা। এখন থেকে অন্য রকম সব পোশাক পরব, মাফি চাইছি সবার কাছে।‘

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উর্ফি। অভিনয় করেন ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’র মতো একাধিক ধারাবাহিকে। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন।

তবে সেইসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। তবে এতেই  লাইক ও ফলোয়ার্সের সংখ্যা বাড়তে থাকে উর্ফির।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.