ফের বিপদের খাঁড়া উর্ফি জাভেদের মাথার উপরে। মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। অতিরিক্ত স্বল্প পোশাক পরে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়ানো, সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও শেয়ার করার অভিযোগে গ্রেফতার হতে হল তাঁকে। মুম্বাই এর রাস্তা থেকেই তাঁকে পাকড়াও করে নিয়ে যায় দুই মহিলা পুলিশ। গোটা ঘটনাটাই ধরা পড়ে পাপারাৎজির ক্যামেরায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হতেই ভাইরাল।
মুম্বইয়ের রাস্তায় প্রায়ই পাপারাৎজির ক্যামেরাবন্দি হন উর্ফি । আগে মুম্বই বিমানবন্দরেই বেশি দেখা মিলত তাঁর। এখন অবশ্য আর সে মুখো হন না উর্ফি। তবে তাঁর দেখা পেলেই ভিউ এর আশায় ক্যামেরা বাগিয়ে ছোটেন ফটোগ্রাফাররা। উর্ফিও নিরাশ করেন না তাদের। উদ্ভট সব পোশাক পরেই প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করেন তিনি। কিন্তু এই করতে গিয়েই বিপদে পড়লেন উর্ফি। রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হল থানায়।
একটি ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন উর্ফি। তাঁর পরনে এদিন ছিল একটি ব্যাকলেস লাল ক্রপ টপ আর জিন্সের প্যান্ট। এই টপটির আইডিয়াও তাঁরই মস্তিষ্কপ্রসূত।
ভিডিওতে দেখা যায়, উরফিকে দেখে দুই মহিলা পুলিশ এগিয়ে এসে তাঁকে বলেন, তাঁদের সঙ্গে থানায় যেতে হবে তাঁকে। এত স্বল্প পোশাক পরার কারণে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পালটা উর্ফি বলে ওঠেন, তিনি কেমন পোশাক পরবেন সেটা তাঁর মর্জি। যদিও বাকবিতন্ডাতে কোনও লাভ হয়নি। উর্ফিকে সঙ্গে নিয়ে এক রকম টানতে টানতেই গাড়িতে নিয়ে গিয়ে তোলেন তারা।
প্রথমে যদিও পুলিশ দেখে একটু অবাক হয়ে যান তিনি। কিন্তু, কিছুই করার নেই। পুলিশ হাত ধরে টেনে নিয়ে যায় তাঁকে। সোজা সাপটা ভাষায় তাঁকে বলেন, ‘আপনার যা বলার থানায় গিয়ে বলবেন।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন