পোশাকের কারণে সবসময় শিরোনামে থাকেন উর্ফি জাভেদ। এমনকী, এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। তাঁর মন যেটা চায়, সেটাই তিনি করেন। তাকে আটকানোর সাধ্য কারোর নেই। কারণ ফ্যাশন নিয়ে তার মতো এক্সপেরিমেন্ট আর কে-ই বা করে।
প্যান্ট না পরে রাস্তায় বেরোতেই উর্ফিকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। তারপরেই শুরু হয় একের পর এক ছবিতে ক্লিক। মাছের মতো প্রিন্টেড পোশাকে সঙ্গে হাই হিল সাদা রঙের জুতো পরেছেন ফ্যাশনিস্তা। পোশাকের সঙ্গে টেনে বাধা চুল। পাপারাৎজিদের মধ্যে একজন পরম সুন্দরী বলেও ডেকেছেন উর্ফিকে। তবে পাপারাৎজিরা তাকে পরম সুন্দরী বললেও প্যান্ট না পরায় চরম ট্রোলড হয়েছেন উর্ফি জাভেদ।
তবে মডেলিং, ফটোশুট এইসব করে মাসে বেশ মোটা অর্থ তিনি উপার্জন করেন। যত দিন যাচ্ছে তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স চড়চড় করে বেড়ে চলেছে।
বলিউড সূত্রের খবর, ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে মাত্র কয়েকটি এপিসোড করেই উর্ফি ৫৫ লক্ষটাকা নিয়েছেন। প্রতি পর্ব পিছু উর্ফি ৩০ হাজার টাকা নেন। এছাড়াও প্রতিদিন তিনি নানা ফটোশ্যুট, মডেলিং, ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করে থাকেন।
মাসে ১ কোটি ৮০ লক্ষ টাকা কম করে রোজগার করেন উর্ফি! এবং সর্বোচ্চ ২২ কোটি টাকা পর্যন্ত রোজগার করেন এই নায়িকা। মুম্বইতে আলিসান ফ্ল্যাট ও বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে তাঁর। তবে জামা কাপড়ের পিছনে পয়সা খরচ করতে নারাজ নায়িকা। কারণ এটাই তাঁর স্টাইল।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।