সাহসী ছবি হোক বা অদ্ভূত পোশাক, বরাবরই নিজের অদ্ভূত পোশাকের জন্য বারেবারেই খবরের শিরোনামে থাকেন বিগ বস খ্যাত উর্ফি জাভেদ তার। তাঁর ‘অস্বাভাবিক’ ফ্যাশন সেন্সের কারণে লাইমলাইটে রয়েছেন। সে প্রায়ই অনুরূপ কিছু পরে বেরিয়ে আসে, যা দেখে মানুষের হুঁশ উড়ে যায়। এমনকী তাঁর রূপের ছটা দেখে প্রায়শই ভিরমি খায় নেটিজেন মহলও।
সম্প্রতি মুম্বইয়ের রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি উর্ফিকে।
এমনই অভিযোগ উর্ফির। ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তবে এইবার রেস্তরাঁয় ঢুকতে বাধা পেয়ে চূড়ান্ত হতাশ সোশ্যাল মিডিয়া তারকা।
ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, ‘এটা কী সত্যিই একবিংশ শতাব্দী মুম্বই? আজ আমায় রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আপনার আমার ফ্যাশন পছন্দ নাই-ই হতে পারে। তার জন্য আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। আর যদি কারণ এটাই হয়, তাহলে ভুলভাল অজুহাত দেবেন না। আমি বীতশ্রদ্ধ।‘
অনলাইন খাবার ডেলিভারি সংস্থাকে ট্যাগ করে বিষয়টি দেখতেও বলেন উর্ফি।
তাঁর এই অস্বাভাবিক ড্রেসিং সেন্সের জন্য উর্ফি পেয়েছেন আলাদা পরিচয়। যখনই উর্ফি জাভেদ উঠে দাঁড়ায়, মিডিয়ার ক্যামেরা তার দিকে ছুটে যায়। এখনও পর্যন্ত কিছু মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।
ছবি ও ভিডিও – ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন