সময়টা বড্ড খারাপ যাচ্ছে সোশ্যাল মিডিয়ার তারকা উর্ফি জাভেদের। পোশাক কিংবা বিতর্কের জন্য শিরোনামে নয়, এইবার খুনের হুমকি পেলেন উর্ফি। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷
সূত্রের খবর, গত রবিবার রাতে খুনের হুমকি পেয়েছেন উর্ফি জাভেদ৷ শরীরও ভালো নেই ফ্যাশনিস্তার, এর মধ্যেই থানায় ছুটতে হয়েছে তাঁকে।
উর্ফি জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছেন৷ এবং তিনি না কি আবার পরিচালক নীরজ পান্ডের অফিসে কাজ করেন৷
সোশ্যাল মিডিয়ায় উর্ফি জানিয়েছেন, নীরজ পান্ডের অফিস থেকে কেউ একজন ফোন করেছিল৷ তার দাবি, নীরজের সহকারী এবং নীরজ দেখা করতে চান বলে জানিয়েছেন ওই ব্যক্তি৷
উর্ফি জানান, ‘কেন তাঁর সঙ্গে দেখা করতে চান সেইকথা জানতে চাওয়াতেই রেগে যান ওই ব্যক্তি৷ তিনি রেগে গিয়ে বলেন, নীরজকে না কি অসম্মান করেছি আমি৷’
উর্ফি জাভেদ আরও বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন যে তিনি আমার গাড়ির নম্বর এবং সবকিছু জানেন। এবং আমি যে ধরণের পোশাক পরিধান করি তাঁর জন্য না কি আমি এটারই যোগ্য। এই সব কারণেই আমি সঠিক বিবরণ ছাড়া এই মিটিং প্রত্যাখ্যান করেছিলাম।‘
গত বছরের ডিসেম্বরেও এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন উর্ফি জাভেদ। উর্ফিকে গালিগালাজ ও ধর্ষণের হুমকিতে ভরা অডিও ক্লিপ পাঠানোর অভিযোগ ছিল এক ব্যক্তির বিরুদ্ধে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন