বেপরোয়া উর্ফি। সে কথায় হোক বা পোশাকে, কাউকে ধার ধরেনা সে। অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই ট্রোল হন তিনি। এমনকি মৃত্যুর হুমকিও দেওয়া হয় তাঁকে।
খোলামেলা পোশাক পরার কারণে বার বারই বিতর্কে জড়িয়েছেন ‘বিগ বস ওটিটি’ খ্যাত অভিনেত্রী উর্ফি জাভেদ। বর্তমানে অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যাও আকাশ ছোয়া। সোশ্যাল মিডিয়াতে সব সময় অ্যাকটিভ থাকেন তিনি। যে কোনও পোস্ট করলেই তাতে জমিয়ে রিঅ্যাকশন দেন তাঁর ভক্তরা । তবে প্রশংসার পাশাপাশি উর্ফিকে নিয়ে কটাক্ষ করতে বেশি ব্যস্ত হয়ে পড়েন অধিকাংশ নেটিজেনরা।
‘দ্য রোম্যান্টিক্স’ তথ্যচিত্রে স্বজনপোষণ নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলেন পরিচালক আদিত্য চোপড়া। দেশের অন্যতম কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার বড় ছেলে তিনি। দেশের প্রথম সারির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কর্ণধার।
স্বজনপোষণ প্রসঙ্গে ভাই উদয় চোপড়ার কেরিয়ারের উদাহরণ টেনে আদিত্য বলেন, ‘একবার কল্পনা করুন, আমার ভাই এক জন এত বড় মাপের পরিচালকের ছেলে, এক জন সফল পরিচালকের ভাই। ওয়াইআরএফ-এর মতো সংস্থা, তার বাড়ির ছেলেকে তারকা বানাতে পারল না।’
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উরফি লেখেন, ‘এই বক্তব্যের মধ্যে যে উদাসীনতা রয়েছে, তাতেই আমি বিরক্ত। সাফল্য দিয়ে স্বজনপোষণের প্রভাব বিচার করা যায় না, সুযোগ পাওয়াটাই বিচার করার মাপকাঠি।‘ উদয় চোপড়ার সমালোচনা করে উরফি আরও লেখেন, ‘‘উদয় চোপড়াকে ভালো দেখতেও নয়, উনি ভাল অভিনয়ও করেন না। তাতেও উনি একের পর এক সুযোগ পেয়েছেন। উদয় চৌহান হলে তা পেতেন না।‘’
স্বজনপোষণ বিষয়ে আদিত্য চোপড়ার যুক্তি যে অকাট্য নয়, বরং তাতে যথেষ্ট গলদ রয়েছে তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন উর্ফি। যশরাজ ফিল্মসের একের পর এক ছবিতে কাজ করলেও অভিনেতা হিসেবে সাফল্য অর্জন করতে পারেননি উদয় চোপড়া। তারকা হওয়া তো দূর, অভিনয়ে ব্যর্থতার পরে পেশা বদলে নেন উদয় চোপড়া।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।