এতটা সাহসী এর আগে কেউ হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠিক কতটা সাহস থাকলে এমন একটা পোশাক ক্যারি করা যায় তা মনে হয়, উর্ফির থেকে ভালো আর কেউ জানে না।
বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উর্ফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। এইবার যেন সবকিছুকে ছাপিয়ে গেলেন উর্ফি।
পড়ুন: হঠাৎ সালমানের বাড়িতে কী বিপত্তি ঘটল? অভিনেতার মা কেন এই কান্ড করলেন?
এইবার পোশাক না পরে স্তনের উপর লাল রঙের দুটো টেলিফোন রেখেছেন উর্ফি। আর কানে ঝুলিয়েছেন টেলিফোনের কেবেল। যা কিনা ব্যবহার করা হয় ল্যান্ডলাইনের ক্ষেত্রে। এর আগে মোবাইল, সিম কার্ড দিয়েও পোশাক বানিয়ে ছিলেন উর্ফি।
কিন্তু এইবার পোশাকে ল্যান্ডফোনকেই টেনে নিয়ে আসলেন তিনি। আসলে এই পোশাকের আড়ালে উর্ফি প্রচার করলেন আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘ড্রিম গার্লে’র।
কাটাছেড়া পোশাকে ঝড় তুলতে সিদ্ধহস্ত উর্ফি। শরীরে পোশাক না রাখতে পারলেই ভালো। আর এটাকেই যেন ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ধরে নিয়েছেন উর্ফি জাভেদ।
বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উর্ফি। সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উর্ফি। তার ছবি তোলার জন্য মুখিয়ে থাকেন পাপারাৎজিরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন