এ কী চেহারা হয়েছে উর্ফির। প্রথম দেখাতেই এমনটাই বলছেন সকলে। স্টাইল স্টেটমেন্টের জন্য যে এটাও করা সম্ভব, তা উর্ফির চেয়ে ভালো আর কেউ জানে না। নয়া অবতারে ফের সকলকে চমকে দিলেন উর্ফি।
দু-একটা টেলিভিশন ধারাবাহিকে অভিনয়, এবং বিগবসের ঘরে একবার যাওয়ার সুযোগ পাওয়া এছাড়া উরফির ঝুলিতে তেমন কিছু নেই। বলিউড সিনেমায় তাঁকে দেখা যায়নি।
তবে সেইসব নিয়ে ভাবেন না উর্ফি। কারণ তিনি পেশা করে নিয়েছেন মডেলিংকে। নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় দেন উর্ফি। ইনস্টাগ্রামে তাঁর কয়েক লক্ষ ফলোয়ার। সেই সঙ্গে হাতে অনেক ফটোশ্যুট, মডেলিং ও অ্যাডের কাজ। এইসব নিয়েই উর্ফির রোজগার কোটি টাকায়।
বেশির ভাগ সময়েই উর্ফিকে দেখা যায় অদ্ভুত সব পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়তে। কখনও অনাবৃত উর্ধাঙ্গ। আবার কখনও প্যান্ট কেটে টপ বানিয়ে পরে চলে আসছেন মাঝ রাস্তায় বা শপিং মলে। তবে এইবার যা করলেন তা জানলে অবাক হবেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, বুকের উপর কিবোর্ড রেখেছেন উর্ফি। শুধু তাই নয়, প্যান্টেও ব্যবহার করেছেন কম্পিউটারের কিবোর্ড। যা দেখে হইচই পড়ে গেছে সোশাল মিডিয়ায়। আপাতত এই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন