বলিউডে পোশাক বিতর্কে যার নাম সর্বদা চর্চিত, তিনি হলেন উর্ফি জাভেদ। বিগ বসের পাতা থেকে বলিউডে তার জার্নি শুরু। এরপরে বিভিন্ন সময়ে অদ্ভুত পোশাক পরে সকলের নজর কেড়েছেন তিনি। কখনও তিনি রণবীর সিংয়ের কাছ থেকে ‘ফ্যাশন কুইন’ আখ্যা পেয়েছেন। কখনও বা করণ জোহর বলেছেন উর্ফি সবসময় নতুন কিছু চেষ্টা করেন।
পোশাক নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন উর্ফি । তবে এইবার তিনি যে পোশাকে ক্যামেরাবন্দি হলেন তা দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। ফুলের পোশাকে নিজেকে সাজিয়ে তুললেন উর্ফি।
সম্প্রতি একটি ভিডিযও পোস্ট করেন উর্ফি। সেই ভিডিওর জন্য ফের কটাক্ষের মুখে পড়লেন উর্ফি।
তাঁর হাতে রয়েছে আলতার সাঁজ, বিনুনিতে জুঁই ফুলের মালা আর মালা দিয়েই তৈরি করেছেন স্কার্ট। জুঁই ফুল ও হাত দিয়েই ঢেকেছেন স্তনযুগল।
তাঁর এই ধরনের সাঁজ দেখে বেজায় চটেছে নেটপাড়া। নেটাগরিকদের একাংশ বলেছেন, ‘রমজান মাসটা খেয়ালে রাখুন প্লিজ’, কেউ আবার লেখেন, ‘রমজান চলছে, এ কী ধরনের পোশাক!’
তিনি যে কবে কোথায় কীভাবে দেখা দেবেন, তা বোঝা মুশকিল। চলতি ফ্যাশনের ধারণাকে ভেঙে চুরে খানখান করাই যেন তার নেশা। যে যাই বলুক, কোনও সমালোচনার ধার তিনি ধারেন না। চেনা ছকের বাইরে বেরিয়ে এসে নিজেকে নিজের মনের মতো পোশাকে সাজিয়ে তোলেন অভিনেত্রী। তার মতে, তিনি এই ধরনের পোশাক পরে স্বচ্ছন্দবোধ করেন, তাই তিনি এমন পোশাক পরেন।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

