উর্ফি জাভেদ! আপাতত এই নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে বলিপাড়ার এই নায়িকার মুখ। না, অভিনয়ের জন্য তিনি বিখ্যাত হননি। উর্ফি বারবার চর্চায় আসেন তাঁর অভিনব পোশাকের জন্য।
উর্ফির মতো অবাক করা পোশাক বি-টাউনে আর কাউকেই পরতে দেখা যায় না। নিজের পুরোনো জামা কেটে অদ্ভুত সব পোশাক বানান উর্ফি।
কখনও গোটা পোশাকটাই কাটা। এইবার একেবারেই সবকিছু বাউন্ডারি ছাড়িয়ে গিয়েছে।
উর্ফির এই পোশাকটি পুরোটাই সবুজ জালের। হাত-পা-সর্বাঙ্গ ঢাকা রয়েছে সবুজ জালে।
সম্প্রতি ইনস্টাগ্রামে উর্ফি একটি ভিডিও শেয়ার করে লিখলেন, ‘করিনা আমার প্রশংসা করেছেন। আমার জীবন এখন সম্পূর্ণ। আমাকে কেউ চিমটি কেটে দাও।’
তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সরব হন নিন্দুকরা। তাঁদের দাবি, এর চেয়ে কুৎসিত আগে কখনও দেখায়নি উর্ফিকে। তবে নেটিজেনদের কুরুচিকর মন্তব্যে উর্ফির কিছু যায়-আসে না।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন