Homeবিনোদনপ্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রকাশিত

প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মুম্বইয়ের মাধ এলাকার নিজ বাসভবনেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

পরিচালকের মৃত্যু সংবাদটি প্রথমে সামনে আনেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, সকালেই আচমকা অসুস্থ বোধ করেন পার্থ। তখনই বলেন, একটু খোলা হাওয়ায় হাঁটতে চান। বাড়ির বাগানে হাঁটার সময়ই বুকে অস্বস্তি শুরু হয়। তড়িঘড়ি প্রথমে এক হাসপাতালে এবং পরে আর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান বর্ষীয়ান পরিচালক।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দম্পতি নিঃসন্তান। স্বামীর আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী।

নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক ছবির পরিচালনায় নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন পার্থ ঘোষ। তাঁর পরিচালিত ১৯৯৬ সালের ছবি ‘অগ্নিসাক্ষী’ মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ এবং নানা পটেকরের অভিনয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। কেবল বাণিজ্যিকভাবে নয়, এই ছবি হিন্দি চলচ্চিত্রে একটি তাৎপর্যপূর্ণ অবস্থান তৈরি করেছিল।

পরের বছর, ১৯৯৭-এ মুক্তি পায় ‘গুলাম এ মুস্তাফা’, যেখানে ছিলেন রবীনা টন্ডন ও নানা পটেকর। এটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছিল। এ ছাড়াও তাঁর ‘হান্ড্রেড ডেজ়’ ছবিটিও বিশেষভাবে উল্লেখযোগ্য, যা থ্রিলার ঘরানার মধ্যে আলাদা জায়গা করে নিয়েছিল।

ছবির পাশাপাশি পার্থ ঘোষ হিন্দি এবং বাংলা টেলিভিশনেও কাজ করেছেন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম তাঁর পরিচালনায় হিন্দি সিনেমায় পা রাখেন ১৯৯৪ সালের ‘তিসরা কৌন’ ছবির মাধ্যমে।

সম্প্রতি জানা গিয়েছিল, তিনি তাঁর জনপ্রিয় ছবি ‘অগ্নিসাক্ষী’ ও ‘হান্ড্রেড ডেজ়’-এর সিকুয়েল তৈরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হল না।

ঋতুপর্ণা জানান, “পার্থদা অত্যন্ত শান্ত ও বিনয়ী মানুষ ছিলেন। এত সাফল্যের পরেও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তিনি সত্যিই এক মাটির মানুষ ছিলেন।”

চলচ্চিত্র দুনিয়া এক নির্ভরযোগ্য, সৃজনশীল এবং প্রতিভাবান পরিচালকের চলে যাওয়ায় শোকাহত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।