Homeবিনোদনপ্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল

প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল

প্রকাশিত

কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল আর নেই। সোমবার, ২৩ ডিসেম্বর সন্ধে ৬টা ৩০ মিনিটে মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা এবং কিডনি সমস্যায় ভুগছিলেন পরিচালক। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্র জগতে।

শ্যাম বেনেগাল, এক নাম, যার উচ্চারণেই ভেসে ওঠে ভারতীয় চলচ্চিত্রের এক সৃষ্টিশীল অধ্যায়। তাঁর মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে কেবল চলচ্চিত্র জগতেই নয়, শিল্প-সংস্কৃতির প্রতিটি কোণায়। শ্যাম বেনেগাল ছিলেন এমন এক নির্মাতা, যিনি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সৃষ্টিশীলতার শিখরে পৌঁছেছিলেন। তাঁর প্রতিটি কাজ যেন শিল্পের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছে।

১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে কোঙ্কনি পরিবারে জন্মগ্রহণ করেন শ্যাম বেনেগাল। শৈশব থেকেই তিনি ছবি তোলায় আগ্রহী ছিলেন। মাত্র ১২ বছর বয়সে বাবার দেওয়া ক্যামেরা হাতে নিয়ে প্রথম ছবি তৈরি করেন তিনি। সেই ছোট্ট বয়সেই তাঁর মনের গভীরে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতার ঝলক দেখা গিয়েছিল।

চলচ্চিত্রে তাঁর যাত্রা

হায়দরাবাদ ফিল্ম সোসাইটি ছিল তাঁর সৃষ্টির আঁতুড়ঘর। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পরেও তাঁর মন পড়ে ছিল সেলুলয়েডের রঙিন জগতে। পরবর্তীতে ‘মন্থন’, ‘জুনুন’, ‘আরোহন’, ‘মাম্মো’ এবং ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’-র মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দেন তিনি।

‘মন্থন’ ছিল তাঁর অন্যতম একটি যুগান্তকারী কাজ। এই ছবিটি শুধুমাত্র ভারতীয় গ্রামীণ জীবনকে সেলুলয়েডে তুলে আনার জন্যই নয়, বরং দর্শকদের মধ্যে গভীর সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার জন্যও বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সিনেমাগুলোতে যেমন ছিল জীবনযাপনের অন্তর্নিহিত গল্প, তেমনই ছিল চরিত্রগুলোর প্রতি এক গভীর মমত্ববোধ।

ব্যক্তি শ্যাম বেনেগাল

শ্যাম বেনেগালকে চেনা যায় তাঁর কাজের মধ্য দিয়েই, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে তিনি ছিলেন আরও অনন্য। তাঁর সহকর্মীদের জন্য তিনি ছিলেন এক উজ্জ্বল প্রেরণা। কাজের প্রতি তাঁর ভালোবাসা এবং নিষ্ঠা তাঁকে আলাদা করে তুলেছিল। তাঁর শেষ চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ এই নিষ্ঠারই এক উজ্জ্বল উদাহরণ। শারীরিক অসুস্থতা তাঁকে কখনও থামাতে পারেনি।

সম্মান ও স্বীকৃতি

১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন শ্যাম বেনেগাল। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি পান দাদাসাহেব ফালকে পুরস্কার। শ্যাম বেনেগাল ছিলেন এমন একজন ব্যক্তি, যাঁর কাজগুলো সময়ের গণ্ডি পেরিয়ে চিরকাল প্রাসঙ্গিক থাকবে। তিনি আমাদের দেখিয়ে গিয়েছেন, কিভাবে সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তা হয়ে উঠতে পারে সমাজের দর্পণ।

তাঁর চলে যাওয়া ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিশাল ক্ষতি। কিন্তু তাঁর সৃষ্টি, তাঁর ভাবনা এবং সিনেমায় তাঁর অবদান চিরকাল এক অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমন প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।