Homeবিনোদন'শুধরে যাও, না হলে বাড়িতে ঢুকে মারব'... কঙ্গনা কার উদ্দেশে এই কড়া...

‘শুধরে যাও, না হলে বাড়িতে ঢুকে মারব’… কঙ্গনা কার উদ্দেশে এই কড়া বার্তা দিলেন?

প্রকাশিত

বেজায় চটেছেন। হঠাৎ এ রকম মন্তব্য কেন কঙ্গনা রানাউতের। পারলে এই বুঝি মারতে যান। কঙ্গনা সরাসরি কিছু ইঙ্গিত না দিলেও বলিউডের এক তারকা দম্পতিকে বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন তিনি।

তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে কঙ্গনা অভিযোগ করেন, তিনি বা তাঁর টিম কোনো পাপারাৎজিকে তাঁর শিডিউল জানান না। তা হলে কী ভাবে কঙ্গনা যেখানেই যাচ্ছেন সেখানেই পৌঁছে যাচ্ছেন ক্যামেরাম্যানরা। অভিনেত্রীর সন্দেহ, তাঁকে প্রতি দিন ফলো করা হচ্ছে। কোনো এক তারকাদম্পতি তাঁর পিছনে চর লাগিয়েছে, তাঁর ওপর প্রতি মুহূর্তে কেউ নজর রাখছে। তাঁদের উদ্দেশে কঙ্গনা হুমকির সুরে বলেন, “শুধরে যাও, নইলে ঘরে ঢুকে মারব।  ভূতেরা লাথি খেয়ে সোজা হয়, তারা লাথি খেয়েই সোজা হবে। চাঙ্গু মাঙ্গুর উদ্দেশে মেসেজ: বাচ্চারা তোমরা কোনো দেহাতির পাল্লায় পড়োনি। যে যে মনে করো আমি পাগল, তারা জানো যে আমি পাগল, কিন্তু আমি কত বড়ো পাগল সেটা তোমরা জানো না।”

কঙ্গনা আরও বলেন, “আমি নিশ্চিত যে, আমার হোয়াটস অ্যাপের ডেটা লিক হচ্ছে, প্রফেশনাল ও পার্সোনাল দু’টোই। আমার এক কস্টিউম ডিজাইনার বন্ধুর সঙ্গে ঝামেলা হওয়ার পরে সে ওদের সঙ্গে কাজ করছে। আমার বিজনেস পার্টনাররা শেষ মুহূর্তে কোনো কারণ ছাড়াই ঘুরে যাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না। আমার মনে হয়, আমাকে গোটা জগত থেকে আলাদা করার চেষ্টা করছে। মেন্টাল স্ট্রেস দেওয়ার চেষ্টা করছে।”

রেডিট ইউজারের মতে, কঙ্গনার অভিযোগের তির রণবীর কাপুর ও আলিয়া ভাটের দিকে। স্পষ্ট করে কঙ্গনা রণবীর ও আলিয়ার নাম না নিলেও, তাঁকে এ ভাবে হেনস্থা করার পিছনে যে এই তারকাদম্পতির হাত রয়েছে সে বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।