টলিউড সুপারস্টার দেবের জীবনের অনেকটা সময় কলকাতার বাইরে কেটেছে। তিনি বড় হয়ে উঠেছেন মুম্বইতে। তবে একজন টলিপাড়ার শিল্পীর থেকে বাংলা ভাষায় নিখুঁত উচ্চারণ আশা করাই বাঞ্ছনীয়।
দেবের বাংলা ভাষায় উচ্চারণের সমস্যা নিয়েই শুরু হয়েছে নতুন ঝামেলা। ৩-৪ বছর আগের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়ে যায়, যেখানে সুদীপ্তা চক্রবর্তীকে দেবকে কিছু প্রশ্ন করতে দেখা যায়। আর সেই প্রশ্ন শুনেই বেজায় ক্ষুব্ধ হয়েছেন দেব ভক্তরা।
৩-৪ বছর আগের অ্যাওয়ার্ড ফাংশনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী। সেখানে তার সহ সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি অভিনেত্রীকে বলেছিলেন অভিনেতা দেবকে কিছু প্রশ্ন করার জন্য। এই কথা শুনে সরাসরি দেবকে সুদীপ্তা জিজ্ঞেস করেছিলেন ‘২০২৩ নাকি ২০৩২ কবে নাগাদ সঠিক বাংলায় ডায়লগ বলতে শুনবো’?
দেবের বাংলা উচ্চারণের সমস্যা নিয়ে এইভাবে প্রকাশ্যে খোঁচা দেওয়ার জন্য অভিনেত্রীর ওপরে বেজায় খাপ্পা দেব ভক্তরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।